Former East Bengal Star: বিদেশি ক্লাবে যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার

ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া এক ভারতীয় ফরোয়ার্ড যোগ দিতে পারেন বিদেশি ক্লাবে। কানাডার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাবে যোগ দিতে পারেন এক ভারতীয় ফুটবলার। ক্লাবটি…

Edmund Lalrindika

ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া এক ভারতীয় ফরোয়ার্ড যোগ দিতে পারেন বিদেশি ক্লাবে। কানাডার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাবে যোগ দিতে পারেন এক ভারতীয় ফুটবলার। ক্লাবটি এই মুহুর্তে রয়েছে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে।

এনমুন্ড লালরিন্ডিকার কথা ইস্টবেঙ্গলের সমর্থকরা এখনও ভোলেননি নিশ্চয়ই। সেই এনমুন্ড লালরিন্ডিকা এবার যোগ দিতে চলেছেন কানাডার প্রথম সারির ক্লাবে। মিজোরানের এই ফরোয়ার্ড ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন ২০২০ মরসুমে। অনেক সম্ভাবনা নিয়ে কলকাতার ক্লাবে যোগ দিলেও লাল হলুদ জার্সি পরে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

   

এনমুন্ড নজর কেড়েছেন আই লিগের নতুন ক্লাব ইন্টার কাশির হয়ে। ২০২৩ থেকে ইন্টার কাশির হয়ে খেলে নজর কেড়েছিলেন। বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইন্টার কাশিতে যোগ দিয়েছিলেন। ২০২৪ থেকে হয়েছেন ইন্টার কাশির ফুটবলার। ভারতীয় ফুটবলের নতুন এই ক্লাবের হয়েই খেলে নজর কেড়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইন্টার কাশি থেকে লোনে কানাডার প্রথম ডিভিশনের ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো অটোয়ার হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এনমুন্ডের। অ্যাটলেটিকো অটোয়া এই মুহুর্তে চলেছে খেতাব জয়ের দৌড়ে। ২০২৪ লিগ খেতাব জয়ের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্লাব। তিন ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে এসেছে জয়, একটি ম্যাচে ড্র৷