La Liga: বার্সা বধ করে সাফল্যের আরও কাছে রিয়াল মাদ্রিদ

এবার রুদ্ধশ্বাস জয় কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। আজ লা লিগায় (La Liga) নিজেদের ঘরের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার মুখোমুখি হয়েছিল লুকা মদ্রিচরা। নির্ধারিত সময়ের শেষে ৩-১…

Real Madrid Secures Breathless Victory Against Arch-Rivals Barcelona

short-samachar

এবার রুদ্ধশ্বাস জয় কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। আজ লা লিগায় (La Liga) নিজেদের ঘরের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার মুখোমুখি হয়েছিল লুকা মদ্রিচরা। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল মাদ্রিদ। দলের হয়ে প্রথমে পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।‌ তারপর গোল পান লুকাস ভাসকুয়েজ এবং জুড বেলিংহাম। অন্যদিকে, বার্সেলোনার হয়ে গোল করে যান আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং ফেলিসিয়ানো লোপেজ। আজকের এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ‌

   

অন্যদিকে, সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল বার্সেলোনা। বলাবাহুল্য, এই জয়ের ফলে খেতাবের আরো অনেকটাই কাছে চলে গেল ক্রুসরা। তবে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট চাপে ফেলার চেষ্টা করেছে জাভির বার্সা। সেইমতো ম্যাচের একেবারে প্রথম দিকে গোল করে এগিয়েও গিয়েছিল গুন্ডোগানরা।

তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ঠিক ১৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোল বক্সে পেনাল্টি আদায় করে বসে রিয়াল। শট নিতে আসেন ভিনিসিয়াস জুনিয়র। তারপর আরো একাধিক বার গোলের সুযোগ চলে আসে মাদ্রিদের কাছে। কিন্তু প্রত্যেকবার আটকে যেতে হয় প্রতিপক্ষের শক্তিশালী ডিফেন্সের সামনে। যারফলে, ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে মদ্রিচরা। একটি সহজ গোলের সুযোগও চলে আসে এই ক্রোট ফুটবলারের কাছে। কিন্তু ফিনিশ করতে পারেনি তিনি। অন্যদিকে, সুযোগ মতো আক্রমণ শানাতে থাকে বার্সেলোনা। কিন্তু বারংবার অফসাইডের ফাঁদে পড়তে হয় তাদের। সময় যত এগিয়েছে, আক্রমণ প্রতি আক্রমণের ঝড় উঠেছে বার্নাব্যুতে।

তবে দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের ফুটবলারদের বোকা বানিয়ে মাদিদের রক্ষণে ঢুকে পড়েন রোনাল্ডরা। তা সামাল দেওয়া সম্ভব হয়নি লুনিনের পক্ষে। প্রথমবার রক্ষা করতে সক্ষম হলেও লোপেজের শট আটকানো কার্যত অসম্ভব ছিল তার কাছে। সেখান থেকেই ২-১ এগিয়ে যায় লেভানদোভস্কিরা।

তবে কিছুক্ষনের মধ্যেই দলকে সমতায় ফেরান লুকাস। তারপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেন বেলিংহাম। ঘরের মাঠে এই জয় আশায় যথেষ্ট খুশি সকলে।