Asia Cup: ধারাভাষ্যকারদের প্রকাশিত নাম ঘিরে চাঞ্চল্য

Asia Cup: কোভিড-১৯ অতিমারির কড়াল ছোবল অনেকটাই সামলে উঠেছে বিশ্ববাসী। মারণ এই ভাইরাস সংক্রমণ পর্বে খেলাধুলো লাটে উঠেছিল।লকডাউনে ঢেকে গিয়েছিল গোটা দুনিয়া। নিউ নর্মালে এসেও…

women cricket commentators

Asia Cup: কোভিড-১৯ অতিমারির কড়াল ছোবল অনেকটাই সামলে উঠেছে বিশ্ববাসী। মারণ এই ভাইরাস সংক্রমণ পর্বে খেলাধুলো লাটে উঠেছিল।লকডাউনে ঢেকে গিয়েছিল গোটা দুনিয়া। নিউ নর্মালে এসেও বিধিনিষেধের ধাক্কায় জীবন হয়ে উঠেছিল ওষ্ঠাগত। নতুন স্বাভাবিকতা থেকে পুরনো ছন্দে ফিরে আসছে তামাম দুনিয়া।

এমন আবহে স্টার স্পোর্টস, ভারতের হোম অফ স্পোর্টস এবং এশিয়া কাপ ২০২২’র অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর ২০২২’র মধ্যে নির্ধারিত আসন্ন টুর্নামেন্টের জন্য ধারাভাষ্যকারদের এবং প্রোগ্রামিং উদ্যোগগুলির একটি দুর্দান্ত এবং তারকা খচিত প্যানেল ঘোষণা করেছে। ভারত জুড়ে ভক্তদের পাশাপাশি টুর্নামেন্ট চলাকালীন সাক্ষী হবে বিশ্বের সেরা ও সবচেয়ে নামকরা বিশেষজ্ঞরা যখন ম্যাচ বিশ্লেষণ করবে। টুর্নামেন্টের সমস্ত হাই-অকটেন অ্যাকশন পাঁচটি ভাষায় লাইভ সম্প্রচার করা হবে – ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নড় স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি+ হটস্টারে।

প্রাক্তন ভারতীয় হেডকোচ রবি শাস্ত্রী এবং কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আক্রম এসিসি ওয়ার্ল্ড ফিডের অংশ হবেন সঙ্গে স্কট স্টাইরিস, ওয়াকার ইউনিস, রাসেল আর্নল্ড এবং সঞ্জয় মঞ্জরেকরের মতো সুপরিচিত ক্রিকেট বিশেষজ্ঞরা থাকবেন। হিন্দি ফিডে যতীন সাপ্রুর সাথে ইরফান পাঠান, গৌতম গম্ভীর, আকাশ চোপড়া এবং সঞ্জয় বাঙ্গারের মতো প্রাক্তন ক্রিকেটার থাকবে। আঞ্চলিক ফিডগুলিতে কৃষ্ণমাচারী শ্রীকান্ত, এমএসকে প্রসাদ, এবং ভেঙ্কটেশ প্রসাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন।

স্টার স্পোর্টস দর্শক এবং অনুরাগীদের আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট দেখার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় তুলে ধরার লক্ষ্যে সমগ্র বিষয়টির হোস্ট তৈরি করেছে। ‘ফলো দ্য ব্লুজ’, ‘গেম প্ল্যান’ এবং ‘ম্যাচ পয়েন্ট’র মতো শোগুলি অনুরাগীদের খেলার কাছাকাছি নিয়ে আসা নিশ্চিত করবে পাশাপাশি টিম ইন্ডিয়া এবং তাদের প্রিয় ক্রিকেটারদের পর্দার পিছনের অ্যাকশনগুলির ঝলক দেখাবে।

ধারাভাষ্যকার এবং উপস্থাপকদের তালিকা:
এসিসি ওয়ার্ল্ড ফিড: রবি শাস্ত্রী, সঞ্জয় মঞ্জরেকর, রাসেল আর্নল্ড, গৌতম গম্ভীর, ইরফান পাঠান, স্কট স্টায়ারিস, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, আতহার আলী খান এবং দীপ দাশগুপ্ত
হিন্দি ফিড: বিশ্ব ফিডে ভারতীয় নাম সহ যতীন সাপ্রু, আকাশ চোপড়া, সঞ্জয় বাঙ্গার
তামিল ফিড: ভাবনা বি, রাধাকৃষ্ণান শ্রীনিবাসন, প্রদীপ মুথু, অভিনব এম, হেমাঙ্গ বদানি, এস বদ্রিনাথ, আরজে বালাজি, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, এস রমেশ, এল বালাজি এবং বিষ্ণু হরিহরন
তেলেগু ফিড: বিন্ধ্য, আনন্দ শ্রীকৃষ্ণ, এনসি কৌশিক, কল্যাণ কৃষ্ণ, এমএসকে প্রসাদ, আশিস রেড্ডি, টি সুমন, ভেনুগোপাল রাও
কন্নড় ফিড: মধু এম, কিরণ শ্রীনিবাস, বিজয় ভরদ্বাজ, শ্রীনিবাস মূর্তি, ভরথ চিপলি, পবন দেশপান্ডে, সুমেশ গনি, অখিল বি, শশাঙ্ক সুরেশ এবং ভেঙ্কটেশ প্রসাদ।

প্রসঙ্গত,সন্ধ্যে ৬ টা থেকে এশিয়া কাপের ম্যাচগুলো আয়োজিত হবে দুবাই’র মাটিতে। ‘ফলো দ্য ব্লুজ’ সকাল ৯ টায়,গেমপ্ল্যান ৯.৩০ মিনিটে, ম্যাচ পয়েন্ট সকাল দশটায় এবং ক্রিকেট কাউন্টডাউন সকাল ১০.৩০ মিনিট থেকে। ভারত সহ এশিয়া কাপের সবকটি ম্যাচের ‘ফলো দ্য ব্লুজ’ সম্প্রচারিত হবে।