Subhasish Roy Chowdhary: ইস্টবেঙ্গলে খেলা গোলকিপার ভূ-স্বর্গতে উড়ে গেলেন

রিয়াল কাশ্মীর এফসি অভিজ্ঞ গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরীকে (Subhasish Roy Chowdhary) সই করার ঘোষণা করেছে। সপ্তাহখানেক আগে শুভাশিসকে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের ব্রিগেডে নেওয়ার কথা ঘোষণা…

Subhasish Roy Chowdhary

রিয়াল কাশ্মীর এফসি অভিজ্ঞ গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরীকে (Subhasish Roy Chowdhary) সই করার ঘোষণা করেছে। সপ্তাহখানেক আগে শুভাশিসকে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের ব্রিগেডে নেওয়ার কথা ঘোষণা করেছিল।

সূত্রে খবর, মেডিকেল পরীক্ষাতে কিছু সমস্যা ধরা পড়ে শুভাসিষের। ফলে ইস্টবেঙ্গলের গোলকিপার হিসেবে ২০২২-২৩ ফুটবল মরসুমে শুভাশিস রায় চৌধুরীকে স্কোয়াডে নিতে বিরত থাকে টিম ম্যানেজমেন্ট।

এরপরেই বাঙালি এই গোলকিপারের সঙ্গে যোগাযোগ করে আই লিগ ক্লাব রিয়েল কাশ্মীর এফসি। সোমবার দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের পোস্টে ঘোষণা করা হয়েছে,” আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলার প্রাচীর শুভাশিস রায় চৌধুরী এখন একটি তুষার চিতা।

আরকেএফসি কিংবদন্তীকে স্বাগত জানায়। @ILeagueOfficial @JKSportsCouncil @OfficeOfLGJandK @nuzhatjehangir @ianuragthakur @TomarSps @RobinRaina_RRF প্রসঙ্গত,৩৫ বছরের এই বাঙালি গোলকিপার টাটা ফুটবল আকাদেমি (TFA) থেকে ২০০৪-০৫ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন। এরপর ২০১৫, ২০১৭ সালেও লাল হলুদ শিবিরের তিনকাঠির নীচে দূর্গ রক্ষার দায়িত্ব সামলেছেন।  TFA থেকে বেরিয়ে নিজের পেশাদার ফুটবল কেরিয়ারে লাল হলুদ ব্রিগেডে হয়ে শুভাশিস রায়চৌধুরী জাতীয় লীগে প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন ভারতীয় ফুটবল এরিনাতে। মাহিন্দ্রা ইউনাইটেড, ডেম্পো,চার্চিল ব্রাদার্সের মতো জাতীয় লীগ খেলা দলের গোলরক্ষক হিসেবে নিজের সেরাটা উজাড় করে দিতে দেখা গিয়েছে শুভাশিস রায় চৌধুরীকে।