Pakistan: পাক-ক্রিকেট দলের কোচ হতে চান ভারতের প্রাক্তন ক্রিকেটার!

২০২৩ বিশ্বকাপ অনেক দলের জন্যই দুঃস্বপ্নের মতো ছিল। গতবারের বিজয়ী দল ইংল্যান্ড এবার সেমিফাইনালেও উঠতে পারেনি। শুধু তাই নয়, এশিয়ার পিচে বেশ শক্তিশালী বলে বিবেচিত…

cricketer Ajay Jadeja

২০২৩ বিশ্বকাপ অনেক দলের জন্যই দুঃস্বপ্নের মতো ছিল। গতবারের বিজয়ী দল ইংল্যান্ড এবার সেমিফাইনালেও উঠতে পারেনি। শুধু তাই নয়, এশিয়ার পিচে বেশ শক্তিশালী বলে বিবেচিত পাকিস্তান ক্রিকেট দলের অবস্থাও খারাপ ছিল। পাকিস্তান (Pakistan) দল টি-টোয়েন্টি ক্রম তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া পাকিস্তান ক্রিকেটের অবস্থাও ভালো না। দলের অধিনায়ক থেকে শুরু করে কোচিং স্টাফে পরিবর্তন হয়েছে। প্রতিবেশী দেশের এই খারাপ পরিস্থিতি দেখে বেশ চিন্তিত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।

৫২ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার একটি বড় বিবৃতি দিয়েছেন। অজয় জাদেজাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কি পাকিস্তান ক্রিকেট দলের কোচের ভূমিকা পালন করতে পারবেন? তিনি সুন্দরভাবে এই প্রশ্নের জবাব দিয়েছেন। এক বিশেষ আলাপচারিতায় তিনি বলেন, ‘আমি এই পদের জন্য প্রস্তুত। আমি যা শিখেছি তা আফগান দলের সাথে ভাগ করে নিয়েছি এবং আমি বিশ্বাস করি যে পাকিস্তান এক সময় আফগানিস্তানের মতো ছিল।’

শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। এখানে টেস্ট সিরিজে আয়োজক দলের সঙ্গে লড়াই করতে হবে দলটিকে। আসন্ন সিরিজে ব্যাটসম্যান হিসেবে অংশ নিচ্ছেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট দলে বাবর আজমের পদত্যাগের পর টেস্ট ফরম্যাটের নেতৃত্বে দেওয়া হয়েছে শান মাসুদের হাতে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন দলকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক এখনো ঘোষণা করা হয়নি।

অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তান দল:
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।