‍‘জন্নত’ ছেড়ে বাংলায় আসতে পারেন বাঙালি গোলকিপার

আইলিগ খেলা টিম রিয়েল কাশ্মীর এফসির (Real Kashmir FC) বাঙালি গোলকিপার সঞ্জীবন ঘোষ (Sanjiban Ghosh) বাংলায় ফিরতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে।তবে বাংলায় ফিরলেও কোন…

goalkeeper Sanjiban Ghosh

আইলিগ খেলা টিম রিয়েল কাশ্মীর এফসির (Real Kashmir FC) বাঙালি গোলকিপার সঞ্জীবন ঘোষ (Sanjiban Ghosh) বাংলায় ফিরতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে।তবে বাংলায় ফিরলেও কোন দলে যোগ দেবেন তা নিশ্চিত নয়।

Advertisements

৩১ বছর বয়সী এই বাঙালি গোলকিপার রিয়েল কাশ্মীর এফসি জয়েন করার আগে ২০২০-২১ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে নর্থইস্ট ইউনাইটেড এফসি দলে ছিলেন।

বিজ্ঞাপন

একটা সম্ভাবনা রয়েছে সঞ্জীবনকে ঘিরে যেহেতু বাঙালি এই গোলকিপারের যুব কেরিয়ার শুরু হয়েছিল সার্দান সমিতির হাত ধরে ২০১৯-১১ মরসুমে তাই নিজের কেরিয়ারের শেষ সময়টা নিজের পুরনো ক্লাবের দূর্গ রক্ষার কাজে ফের একবার দেখা যেতে পারে।হাওড়া আন্দুলের ছেলে গোলকিপার সঞ্জীবন ঘোষের সঙ্গে রিয়েল কাশ্মীর এফসির চুক্তি রয়েছে আগামী বছর,অর্থাৎ ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত।