IND vs SA: ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার

দ্বিতীয় ওয়ানডেতে (IND vs SA) ভারতকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের প্রথম একদিনের ম্যাচে আয়োজকদের…

Ravindra Jadeja

দ্বিতীয় ওয়ানডেতে (IND vs SA) ভারতকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের প্রথম একদিনের ম্যাচে আয়োজকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় ওয়ানডেতে হারের পর ভারতীয় দলের ভারসাম্য নিয়ে কিছু প্রশ্ন ওঠে। অধিনায়ক কেএল রাহুল এই ম্যাচে বড় পরিবর্তন এনেছিলেন। এখন তৃতীয় ওয়ানডেতে নিজের ভুল সংশোধন করে তারকা খেলোয়াড়কে দলে ফিরিয়ে আনতে পারেন তিনি।

 আরও পড়ুন: পাকিস্তান সুপার লীগের সবথেকে দামী খেলোয়াড়ের বেতন স্টার্কের প্রতি বলের থেকেও কম 

তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে পার্লের বোল্যান্ড পার্কে। এই ম্যাচে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ফিরে আসতে পারেন প্লেয়িং ১১-এ। দ্বিতীয় ওয়ানডেতে জাদ্দুর পরিবর্তে দলে জায়গা পান অক্ষর প্যাটেল। তবে এবার এই ম্যাচে আবারও দলে ফিরতে পারেন জাদেজা। অক্ষর তার পারফরম্যান্সে হতাশ করেছিলেন। ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রান ও ২৩ বল খেলেন তিনি। একই সঙ্গে ৬ ওভার বোলিং করে ২২ রানে একটি উইকেটও নেননি তিনি।

 আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম

দ্বিতীয় ওয়ানডেতে হতাশ করেছিল ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে বোলাররা অসাধারণ পারফরমেন্স দেখালেও ২১২ রান রক্ষা করে দ্বিতীয় ম্যাচে ফ্লপ প্রমাণিত হয় ভারতীয় বোলাররা। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া অর্শদীপ সিং এখানে একটি উইকেট নিলেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে রিঙ্কু সিং একটি উইকেট নিয়ে নিজের আন্তর্জাতিক উইকেটের খাতা খুলেছিলেন। দক্ষিণ আফ্রিকা সহজেই ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয়। সেঞ্চুরি করেন আফ্রিকান ওপেনার টনি ডি জর্জি।

 আরও পড়ুন: IPL Auction: স্মিথ, সল্ট, হেজেলউড… অবিক্রিত খেলোয়াড়দের নিয়েই তৈরি হয়ে যাবে সেরা একাদশ

টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন:
ঋতুরাজ গায়কওয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আভেশ খান, অর্শদীপ সিং।