Test Championship: গিল, পুজারা বাদ দিয়ে চ্যাম্পিয়নশিপের সেরা এগারো বাছলেন শাস্ত্রী

আইপিএলের লিগ ম্যাচ শেষ। অপেক্ষা এখন প্লে অফের। তবে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Test Championship) নিয়ে অলোচনা মোটেই থেমে নেই। দু’সপ্তাহের মাথায় ইংল্যান্ডের দ্য ওভালে…

Ravi Shastri's Best Eleven

আইপিএলের লিগ ম্যাচ শেষ। অপেক্ষা এখন প্লে অফের। তবে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Test Championship) নিয়ে অলোচনা মোটেই থেমে নেই। দু’সপ্তাহের মাথায় ইংল্যান্ডের দ্য ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এরই আগে, ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বেছে নিলেন তাঁর সেরা এগারো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বাছাই হওয়া ভারত এবং অস্ট্রেলিয়া- দুই দল থেকেই রাখা হয়েছে ক্রিকেটারদের। তবে শাস্ত্রীর সে দল থেকে বাদ পড়েন গিল ও পূজারা।

ডাব্লুটিসি ফাইনাল নিয়ে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর সেরা এগারো বেছে নেন। সেখানে রয়েছে ভারতের মাত্র চারজন, আর অস্ট্রেলিয়ার সাতজন।

   

বিনা দ্বিধায় রোহিত শর্মাকে তিনি তার দলে রাখেন অন্যতম ওপেনার হিসাবে। তিনি সেই দলের অধিনায়কও বটে। শাস্ত্রী তাঁকে অধিনায়ক হিসাবে অজি অধিনায়ক প্যাট কামিন্সের থেকে অনেকটা এগিয়ে রাখতে চান। তবে শাস্ত্রী এও জানান যে, স্টিভ স্মিথকে অজি অধিনায়ক হিসেবে ঘোষিত করলে শাস্ত্রীও স্মিথকেই তাঁর দলের অধিনায়ক বানাতেন।

শাস্ত্রী বলেন, “আমি রোহিতকে অধিনায়কত্ব দেব কারণ সে প্যাটের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। সে দীর্ঘদিন ধরে খেলছে, দলের অধিনায়কত্বও করছে। স্টিভ স্মিথ যদি অস্ট্রেলিয়ার অধিনায়ক হতেন, তাহলে হয়তো সেটা ভিন্ন গল্প, কিন্তু যেহেতু প্যাট কামিন্স এবং রোহিত শর্মা, তাই রোহিত জিতেছেন। এছাড়াও, আপনি জানেন, একজন অধিনায়ক হিসাবে, আপনি একাদশে নিশ্চিত। তাই তিনিই ব্যাটিং শুরু করবেন।”

Advertisements

উসমান খোয়াজা আর শুভমন গিলের মধ্যে বাছাই করতে বিপাকে পড়েন শাস্ত্রী। তবে শেষ অবধি গিলেই স্থিত হন। এছারা রয়েছন, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি এবং স্মিথ।  বোলিং-এ তিনি রেখেছেন দুই স্পিনারকে। এক- রবীন্দ্র জাডেজা, এবং ক্যামেরণ গ্রীনকে তাঁর অল রাউন্ড ক্ষমতার জন্য। এছারা থাকবেন নাথান লিঁও। রবিচন্দ্রন অশ্বিনের বদলে শাস্ত্রী তাঁকে বেছে নেন।

যুক্তি হিসেবে তিনি বলেন, অশ্বিনের চেয়ে আমি নাথান লিঁও কেন বাছাই করেছি তার কারণ হল নাথনের বিদেশী রেকর্ড। শুধু অস্ট্রেলিয়ায় নয়, অস্ট্রেলিয়ার বাইরে এবং প্রয়োজনে ইংল্যান্ডে সেই ওভারগুলি বোলিং করার জন্য সম্ভবত (লিঁও) শক্তিশালী।”
পেস বিভাগে থাকবেন, মিচেল স্টার্ক ও মহম্মদ শামি। উইকেট কিপিং-এ থাকবেন অ্যালেক্স ক্যারি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News