অভিনেতা রণবীর সিং আজ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করলেন। রণবীর সিং হকি বিশ্বকাপের (Hockey World Cup 2023) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ওড়িশায় রয়েছেন। আজ সন্ধ্যায় কটকের বারাবতী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এর আগে অভিনেতা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেন। সভার ছবি নবীন পট্টনায়েক তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।
রণবীর সিংয়ের সঙ্গে দেখা করার তিনটি ছবি শেয়ার করে নবীন পট্টনায়েক লিখেছেন, ‘কটকের বারাবাতি স্টেডিয়ামে হকি বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠানের আগে বিখ্যাত অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে আনন্দদায়ক সাক্ষাৎ। আমি নিশ্চিত এই অনুষ্ঠানে তার উপস্থিতি এটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। আসুন আমরা সবাই হকির চেতনা উদযাপনে যোগদান করি।
It is a pleasure meeting popular actor @RanveerOfficial ahead of #HockeyWorldCup2023 Celebrations at Barabati Stadium, #Cuttack. I am sure his presence will add lot of charm to the celebration. Let’s all join to celebrate the spirit of hockey. #HockeyComesHome.#HWC2023 pic.twitter.com/IksYt5HnhI
— Naveen Patnaik (@Naveen_Odisha) January 11, 2023
শেয়ার করা ছবিগুলিতে, অভিনেতা রণবীর সিংকে দেখা যাচ্ছে মিটিং চলাকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে তার নাম সম্বলিত একটি জার্সি উপস্থাপন করতে। আজ সন্ধ্যায় কটকে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা হকি ইভেন্টে কেন্দ্রীয় মন্ত্রী এবং অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেক নেতা অংশ নেবেন।
উল্লেখ্য, হকি বিশ্বকাপ ওড়িশার দুটি শহরে অনুষ্ঠিত হবে। প্রথম রাজ্যের রাজধানী ভুবনেশ্বর এবং দ্বিতীয় রাউরকেলা। নবীন পট্টনায়েক আগেই ঘোষণা করেছেন যে ভারত বিশ্বকাপ জিতলে দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ কোটি টাকা দেওয়া হবে।