Ranji Trophy Final: টসে হেরে প্রথম ব্যাটিংয়ে রানের পাহাড় চান মনোজ

ঘরের মাঠে হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল (Ranji Trophy Final)। সবুজ পিচে শুরুর দিকে ব্যাট করতে রাজি নয় সৌরাষ্ট্র। তাই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক জয়দেব উনাদকাট৷

Manoj Tiwary

ঘরের মাঠে হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল (Ranji Trophy Final)। সবুজ পিচে শুরুর দিকে ব্যাট করতে রাজি নয় সৌরাষ্ট্র। তাই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক জয়দেব উনাদকাট৷ গত ৩৩ বছরের খরা কাটিয়ে এবার জয়ের লক্ষ্যে নামছেন মনোজরা৷ টসে হারলেও এখন রানের পাহাড় গড়তে মরিয়া অধিনায়ক মনোজ তিওয়ারি।

শুধুমাত্র ট্রফি লক্ষ্য নয়, সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২০২০ সালের বদলা নেওয়ার সুযোগ এসেছে বাংলার কাছে। সেবার জয়ের দোরগোড়া থেকে ট্রফি নিয়েছিল সৌরাষ্ট্র। ১৯৯০ সালে শেষ ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি জয়লাভ করেছিল। তাই আরও একবার পুরাতন নস্টালজিয়া নিয়েই আজ ময়দানে নামবেন অনুষ্টুপ-অভিমূন্যরা৷

   

গতকাল অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, দু-একজন ক্রিকেটারের মনে প্রতিশোধের ভাবনা থাকতে পারে, তবে বাকিদের লক্ষ্য হবে কোনও কিছু না ভেবে নিজেদের সেটারা মেলে ধরার। আমরা সব বিভাগেই যথাযথ প্রস্তুতি সেরেছি। এখন আমাদের পরিকল্পনার যথাযথ প্রয়োগ করতে হবে যাতে আমরা সপ্ন সত্যি করতে পারি। নিজেদের লক্ষ্য থেকে এক বিন্দু অবিচল হওয়া যাবে না। সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মনোজ।

তবে এটা ঠিক এই মুহুর্তে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা। আর অধিনায়ক হিসেবে জয়ের এতটা কাছে এসে ট্রফি হাতছাড়া করতে নারাজ রাজ্যের মন্ত্রী। চলতি মরশুমে প্লেয়াররা যে ফর্মে রয়েছে, সেটা বাংলার জন্য পজিটিভ দিক বলেই মনে করছেন তিনি। আপাতত লক্ষ্য স্থির রেখে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়তে চান তাঁরা।