IPL 2024: ৪০০ স্ট্রাইক রেট! নাইট রাইডার্সে আরও এক বিধ্বংসী ফিনিশার

কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে বিধ্বংসী ব্যাটিং করে রিঙ্কু সিং নিজেকে চিনিয়েছেন। সুযোগ পেয়েছেন ভারতের জাতীয় দলে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) আরও একবার…

IPL 2024 KKR Ramandeep Singh

কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে বিধ্বংসী ব্যাটিং করে রিঙ্কু সিং নিজেকে চিনিয়েছেন। সুযোগ পেয়েছেন ভারতের জাতীয় দলে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) আরও একবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য প্রস্তুত রিঙ্কু। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে রিঙ্কুর ব্যাটে যথারীতি চার, ছয়। আরও একজন ক্রিকেটার নজর কেড়েছেন প্রস্তুতি ম্যাচে। তাঁর স্ট্রাইক রেট রিঙ্কু সিং-এর থেকে বেশি, ৪০০!

সম্প্রতি নিজেদের স্কোয়াড বিভক্ত করে ইডেন গার্ডেন্সে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তিনজন ব্যাটসম্যান করেছেন হাফ-সেঞ্চুরি। ফিনিশারের ভূমিকায় ব্যাট করতে নেমে রিঙ্কু সিং খেলেন ১৬ বলে ৩৭ রানের ইনিংস। আন্দ্রে রাসেল ১৪ বলে করেছেন ৩৫ রান। দলের অন্য একজন ব্যাটারের নামের পাশে ৪ বলে ১৬ রান।

প্রস্তুতি ম্যাচে ৪ বলে ১৬ রান করেছেন রমনদীপ সিং। ৪ বলে ১৬ রান মানে ৪০০ স্ট্রাইক রেট। এই ফর্ম বজায় থাকলে নিচের থেকে ব্যাট করতে নেমে ম্যাচের মোড় ঘোরানোর মতো ইনিংস খেলতে পারবেন তিনি।

 

কে এই রমনদীপ সিং?

রমনদীপ সিং একজন ভারতীয় অলরাউন্ডার। ডান-হাতি ব্যাটসম্যান। আইপিএল ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। খেলেছিলেন মোট ৫টি ম্যাচ। এবার তাঁকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। বয়স ২৬ বছর। রমনদীপ সিং ২০২৩ সাল পর্যন্ত মোট ৫টি আইপিএল ম্যাচ খেলেছেন।