I League: সুনীল ছেত্রীর রেকর্ড ভাঙার পথে ২৩ বছর বয়সী ভারতীয়

ভারতের সর্বকালের অন্যতম সেরা গোলস্কোরার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ফুটবলার হিসেবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলারদের সঙ্গে তিনি পাল্লা দেন। আই…

Lalrinzuala Lalbiaknia can breake Sunil Chhetri I league record

ভারতের সর্বকালের অন্যতম সেরা গোলস্কোরার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ফুটবলার হিসেবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলারদের সঙ্গে তিনি পাল্লা দেন। আই লিগে (I League) সেই সুনীল ছেত্রীর রেকর্ড ভাঙতে পারেন ২৩ বছর বয়সী এক ভারতীয় ফুটবলার।

আই লিগে এবার ভারতীয় ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন আইজল এফসির ফুটবলার Lalrinzuala Lalbiaknia। এবারের আই লিগে সবথেকে বেশি গোল করার খেলোয়াড়দের দৌড়ে রয়েছেন তিনি। সোমবারের ম্যাচেও করেছেন জোড়া গোল।

সোমবার আইজল এফসির ম্যাচ ছিল ইন্টার কাশীর বিরুদ্ধে। মোট ৯ গোল হয়েছে ম্যাচে। ইন্টার কাশির পক্ষে ম্যাচের স্কোরলাইন ৫-৪। আইজল হারলেও জোড়া গোল করেছেন Lalrinzuala Lalbiaknia। এখন তাঁর নামের পাশে রয়েছে ১৩ গোল। চলতি আই লিগে সেরা গোলদাতাদের দৌড়ে রয়েছেন তিন নম্বরে। ১৬ গোল করে প্রথম স্থানে রয়েছেন গোকুলাম কেরালা এফসির আলেজান্দ্রো স্যান্সেজ লোপেজ। দ্বিতীয় স্থানে রয়েছেন রিচার্ডসন ডেনজিল, ১৪ গোল করেছেন তিনি। আইজলের লালরিনজুয়ালার নামের পাশে ১৩ গোল।

 

এর আগে ভারতীয় গোলস্কোরার হিসেবে আই লিগে নজর কেড়েছিলেন বিদ্যাসাগর সিং। এক মরসুমে করেছিলেন ১২ গোল। বিদ্যাসাগরের এই রেকর্ড ইতিমধ্যে ভেঙেছেন লালরিনজুয়ালা। সামনে সুনীল ছেত্রীর রেকর্ড। আর দু’টো গোল করলেই ছেত্রীর রেকর্ড ভাঙতে পারবেন আইজল এফসির Lalrinzuala Lalbiaknia।