CFL: মশার কামড় খেয়ে রাত কাটিয়েছেন স্টেশনে, সার্দানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান রাকেশ

ফুটবল খেলেন ভালবেসে। চাকরির সুযোগ থাকলেও মাঠকে আঁকড়ে ধরে স্বপ্ন বুনেছেন। কলকাতার ক্লাবের (CFL) হয়ে খেলবেন বলে স্টেশনে রাত কাটিয়েছেন নবদ্বীপের রাকেশ হালদার (Rakesh Halder)।…

rakesh halder CFL

ফুটবল খেলেন ভালবেসে। চাকরির সুযোগ থাকলেও মাঠকে আঁকড়ে ধরে স্বপ্ন বুনেছেন। কলকাতার ক্লাবের (CFL) হয়ে খেলবেন বলে স্টেশনে রাত কাটিয়েছেন নবদ্বীপের রাকেশ হালদার (Rakesh Halder)। সুদিনের আশায় এখনই হাল ছাড়তে নারাজ।

   

নিজেকে ফুটবলার হিসেবেই প্রতিষ্ঠা করতে চান রাকেশ। এবারের কলকাতা ফুটবল লিগে খেলবেন সার্দান সমিতির হয়ে। গতবার খেলেছিলেন রেলওয়ে এফসির হয়ে। আসন্ন সিএফএল-এও রেলের হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে দল বদল করতে হয়েছে রাকেশকে। সার্দান সমিতির হয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন রাকেশ হালদার। নেপালের নামকরা ক্লাব মাচিন্দ্রা এফসির হয়ে করেছিলেন অ্যাসিস্ট। কলকাতা ফুটবল লিগেও আক্রমণ গড়ে তোলার কাজে অবদান রেখেছিলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

AFC প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ভারতের কোন কোন ক্লাব? জেনে নিন

উইংয়ের পাশাপাশি সেড ব্যাক পজিশনে খেলতে পারেন রাকেশ হালদার। বাড়িতে নেই আর্থিক স্বাচ্ছল্য। বাবা নিতাই হালদার পেশায় একজন মৎসজীবি। ডিঙি নিয়ে মাছ ধরতে যান নদীতে। মা কাননদেবী গৃহবধূ। বাড়ির সামনে রয়েছে ছোট একফালি জমি। সেখানেই বল পায়ে প্র্যাকটিস করে নিজেকে তৈরি রাখেন রাকেশ।

বাবার বয়স হচ্ছে। সংসারের দায়িত্ব বুঝতে শুরু করেছেন রাকেশ। উপার্জনের জন্য খেপ খেলেছেন। প্রিমিয়ার ডিভিশনের আগে কলকাতায় খেলেছেন দ্বিতীয় ডিভিশনে। সুযোগ পেয়েছিলেন রেলওয়ের এফসিতে। কলকাতায় খেললেও আর্থিক সমস্যা মেটেনি। ভাল বুট কেনার আগে দশবার ভাবতে হয়। কলকাতার ক্লাবে ঠিক সময় পৌঁছানোর জন্য রাত কাটিয়েছেন ব্যান্ডেল স্টেশনে। মশার কামড় খেয়েছেন। রাত কাটানোর জন্য মেলেনি মাথা গোঁজার মতো উপযুক্ত ঠাঁই।

CFL: রোনাল্ডো ভক্ত অরিত্র এবার খেলবেন পিয়ারলেসের হয়ে

বাবা, মা ছাড়াও রাকেশের পাশে থেকেছেন আরো একজন মানুষ। তিনি উদয়ন সংঘের মনোজ চ্যাটার্জি। তাঁর কাছে থেকে অনুশীলন করেছেন। মনোজ চ্যাটার্জির পরামর্শে রাকেশ গিয়েছিলেন পান্ডুয়া অ্যাকাডমিতে। সেখান থেকে কেরিয়ার গ্রোথে কিছুটা সাহায্য পেয়েছিলেন। পান্ডুয়া ফুটবল অ্যাকাডমির বাবু নন্দী রাকেশকে ফুটবলার হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছেন।

আসন্ন মরসুমে সার্দান সমিতির হয়ে আরো ভাল খেলে নজর কাড়তে চাইছেন রাকেশ হালদার। আগামী দিনে খেলতে চান আই লিগ। ধাপে ধাপে উঠতে চান উঠানের সিঁড়ি।