এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তানের মধ্যকার সুপার ফোর ম্যাচে বৃষ্টি আবারও খলনায়ক হয়ে উঠেছে। রবিবার বৃষ্টির কারণে মাত্র ২৪.১ ওভার ব্যাট করতে পেরেছে ভারত। এরপর এদিন ভেজা মাঠে ম্যাচ খেলা আর সম্ভব না হওয়ায় রিজার্ভ ডেতে চোখ রাখতে হবে ক্রিকেট প্রেমীদের। রিজার্ভ ডেতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে কলম্বোতে। সোমবার, ১১ সেপ্টেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ। এমন পরিস্থিতিতে বৃষ্টি হলে কীভাবে ম্যাচ শেষ হবে বা ম্যাচ না হলে কীভাবে ম্যাচের নিষ্পত্তি হবে জেনে নেওয়া যাক সেই নিয়ম।
যে কোনো আন্তর্জাতিক ম্যাচ শেষ করার জন্য সব ধরনের চেষ্টা করা হয়। অনেক সময় ম্যাচের ওভারগুলি কমিয়ে ফলাফল নির্ধারণ করার চেষ্টা করা হয়। একটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফল পাওয়ার জন্য উভয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার বোলিং করতে হয়। যেহেতু দুই দলই ২০ ওভার করে খেলতে পারেনি তাই নিয়ম অনুযায়ী ম্যাচটি রিজার্ভ ডেতে গড়িয়েছে।
রবিবার টিম ইন্ডিয়া প্রায় ২৪ ওভার ব্যাট করেছে। এমন পরিস্থিতিতে আবার বৃষ্টি হলে ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) নিয়মে পাকিস্তানকে ২০ ওভারে টার্গেট দেওয়ার চেষ্টা করা হবে। যদি ২০ ওভারও খেলা না হয় তাহলে ম্যাচ বাতিল করা হবে। এরপর দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হবে।
এই পরিস্থিতিতে সুপার-ফোর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় কিছুটা সুবিধা পেতে পারে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাকিস্তানের পয়েন্ট ২ এবং নেট রান রেট ১.০৫১। রিজার্ভ ডেতে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। যেখানে টিম ইন্ডিয়াকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
এরপর ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে। ভারতীয় দল যদি একটি ম্যাচেও হেরে যায়, তাহলে ফাইনালে ওঠার সমীকরণ আরও জটিল যেতে পারে। তবে পাকিস্তানের চ্যালেঞ্জও কম নয়। ভারতের পর তাদের শেষ ম্যাচ ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানকেও এই ম্যাচ জিততে হবে। এভাবে দুই দলেরই ৫ পয়েন্ট করে থাকবে।
UPDATE – Play has been called off due to persistent rains 🌧️
See you tomorrow (reserve day) at 3 PM IST!
Scorecard ▶️ https://t.co/kg7Sh2t5pM #TeamIndia | #AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/7thgTaGgYf
— BCCI (@BCCI) September 10, 2023