এখনও ফুরিয়ে যাননি অ্যান্টনি সোরেন, গোল করে ফের প্রমাণ করলেন নিজেকে

রেলওয়ে ফুটবল ক্লাব গতবছরের কলকাতা ফুটবল লিগের (Calcutta football league) রানার্স আপ। এবারেও নিজেদের জায়গাটা ধরে রাখতে বদ্ধপরিকর। ইতিমধ্যে নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে…

Antoni Soren

রেলওয়ে ফুটবল ক্লাব গতবছরের কলকাতা ফুটবল লিগের (Calcutta football league) রানার্স আপ। এবারেও নিজেদের জায়গাটা ধরে রাখতে বদ্ধপরিকর। ইতিমধ্যে নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে রেলওয়ে।

বেশ কয়েক দিন হল নিজেদের মধ্যে অনুশীলন করছেন রেলওয়ে ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় নামার আগে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। সেখানে গোল করেছেন অ্যান্টনি সোরেন। কলকাতা ময়দানের এক সময় খুব নামকরা সেই অ্যান্টনি সোরেন।

   

রেলওয়ে ফুটবল ক্লাবের উত্থানের পিছনে অ্যান্টনি সোরেনের বড় ভূমিকা রয়েছে। বয়স বাড়লেও এখনও তাঁর স্কিলে মরচে পড়েনি। সার্দান সমিতির বিরুদ্ধে গোল করেছেন তিনি।

সার্দানের বিরুদ্ধে জিততে পারতো রেলওয়ে। প্রাপ্ত সুযোগকে ঠিক করে কাজে লাগলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। শেষ বাঁশির পর স্কোরলাইন ২-২। সোরেন একটি গোল করেছেন।

কলকাতা ফুটবল লিগে সার্দান সমিতিও সমীহ জাগানোর মতো দল করে প্রতিবার। তাই তাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের এই ফল রেলের পক্ষে খুব একটা খারাপ নয়। দলে জুনিয়র সিনিয়র কম্বনেশিন রয়েছে। বড় ক্লাবে খেলা অ্যান্টনির গোল ক্ষুধা আগামী দিনেও ক্লাবকে আরও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।