ভিভিএস লক্ষ্মণ নয়, টিম ইন্ডিয়ার নতুন কোচের নাম ঘোষণা করল BCCI

২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের পর এবার বড় ঘোষণা করল বিসিসিআই (BCCI)। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। এতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলেও সেখানে হারের…

Coach Rahul Dravid selects a list of 17 players for ICC World Cup

২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের পর এবার বড় ঘোষণা করল বিসিসিআই (BCCI)। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। এতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলেও সেখানে হারের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। বড় কথা হল, একই দিনে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও।

তখন থেকেই জল্পনা চলছিল যে রাহুল দ্রাবিড় প্রধান কোচের পদে বহাল থাকবেন বা বিসিসিআই কোচ হিসাবে কোনও নতুন অভিজ্ঞকে নিয়োগ করবে। এ ব্যাপারে বুধবার সমস্ত জল্পনা শেষ হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কোচ ও সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা প্রকাশ্যে জানানো হয়েছে। সম্প্রতি বিসিসিআই এবং রাহুল দ্রাবিড়ের মধ্যে কথোপকথন হয়েছিল এবং তার পরে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়। বিসিসিআই সভাপতি রজার বিনি বলেছেন, রাহুল দ্রাবিড়ের দূরদর্শিতা, পেশাদারিত্ব এবং প্রচেষ্টা টিম ইন্ডিয়ার সাফল্যের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে, তিনি কেবল চ্যালেঞ্জগুলি গ্রহণ করার জন্য নয়, দলকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্যও প্রশংসিত হন।

“আমি তার নিয়োগের সময় উল্লেখ করেছিলাম যে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য রাহুল দ্রাবিড়ের চেয়ে ভাল কেউ নেই এবং দ্রাবিড় তার পারফরম্যান্স দিয়ে নিজেকে আবারও প্রমাণ করেছেন”, বলেছেন বিনি।

প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, “টিম ইন্ডিয়ার সঙ্গে গত দুই বছর স্মরণীয়। একসঙ্গে আমরা উত্থান-পতন দেখেছি।” প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ হিসাবে বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ হিসাবে টি দিলীপ এবং বোলিং কোচ হিসাবে পারস মহাম্ব্রে। বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যখন টি-টোয়েন্টি সিরিজ চলছে, তখন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু আগামী মাসে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হবে, তখন রাহুল দ্রাবিড়কে আবারও নিজের দায়িত্ব পালন করতে দেখা যাবে।