East Bengal : ইস্টবেঙ্গলের জমা দেওয়া তালিকায় এই বিদেশিদের নাম

ডুরান্ড কাপ অভিযানে নামতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে নিয়ম মতো ডুরান্ড কমিটির হাতে খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে ক্লাব। তালিকায় পাঁচজন বিদেশি ফুটবলারের…

East Bengal practice ground may shift

ডুরান্ড কাপ অভিযানে নামতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে নিয়ম মতো ডুরান্ড কমিটির হাতে খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে ক্লাব। তালিকায় পাঁচজন বিদেশি ফুটবলারের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যে বিদেশি ফুটবলারদের নাম ঘোষণা করা হয়েছিল, তাঁদের প্রত্যেকের নাম কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। যদিও লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন বলেছিলেন “আমার হাতে দেড়জন বিদেশি রয়েছে”।

   
East Bengal practice ground may shift
Photo courtesy of 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦

ডুরান্ড তালিকায় ইমামি ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারদের নাম – ইভান গঞ্জালেস (রক্ষণ), চারালামবোস (রক্ষণ), ক্লেইটন সিলভা (আক্রমণ), এলিয়ান্দ্রো (আক্রমণ)। বিদেশিদের মধ্যে সবার আগে কলকাতায় এসেছিলেন সাইপ্রাসের ফুটবলার চারালামবোস। পরে এসেছেন সিলভা, এলিয়ান্দ্রো, ইভানরা।

তালিকায় নাম থাকলেও প্রত্যেক বিদেশিকে কোচ মাঠে নামতে পারবেন কি না, সে বিষয়ে প্রশ্ন থাকছে। কারণ বেশিরভাগ বিদেশি ফুটবলার সদ্য কলকাতায় এসেছেন। কোচ স্টিফেন বলেছেন, “দলের মধ্যে বোঝাপড়া তৈরি হতে সময় লাগবে। কারণ দল একেবারেই নতুন। একে অন্যের সঙ্গে অতীতে খেলার অভিজ্ঞতা নেই।” প্রতিযোগিতার শুরুতেই হয়তো পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারবেন না স্টিফেন। পরে ফিটনেস সহ বোঝাপড়া আরও গড়ে ওঠার পর হয়তো ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামবেন।