T20 World Cup 2024 জিতে ভারতীয় দল প্রমাণ করেছে কেন তাদের বিশ্বের এক নম্বর দল বলা হয়। ভারতের জয়ে রোহিত ব্রিগেডের যতটা ভূমিকা ছিল, কোচ রাহুল দ্রাবিড়েরও ভূমিকা ছিল সমানভাবে। ঐতিহাসিক এই জয়ের পর দ্রাবিড়কে (Rahul Dravid) বিশেষভাবে বিদায় জানাল দল। এখন টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ কে হবেন তা নিয়ে ক্রমাগত সাসপেন্স রয়েছে।
তিন গোল দিয়ে জয়ের পথে Mohammedan SC
শোনা যাচ্ছে, দুই প্রতিযোগী গৌতম গম্ভীর ও ডব্লিউ ভি রমনের মধ্যে গম্ভীরের হেড কোচ হওয়া প্রায় নিশ্চিত। যে কোনও সময় এই ঘোষণা করত পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শ্রীলঙ্কা সফর থেকেই এই ভূমিকায় থাকবেন গম্ভীর, এমন দাবিও করা হচ্ছে এখন।
এরই মধ্যে একটি রিপোর্ট ক্রিকেটের অলিন্দে আলোড়ন সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে, বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের দ্বারস্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মিডিয়া রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়ের সঙ্গে যোগাযোগ করেছে। রাহুল দ্রাবিড়ের সম্মতি পাওয়া গিয়েছে কি না, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানা জায়নি। জল্পনা সত্যি হলে মেন্টর গৌতম গম্ভীর শীঘ্রই কেকেআর ছেড়ে টিম ইন্ডিয়ার হেড কোচ হবেন। সেক্ষেত্রে বদল হতে পারে কেকেআর-এর কছিং স্টাফ টিমে।
The New Era of Indian Cricket 🏏
– KKR has approached Rahul Dravid for the mentor’s post 💜
– Gautam Gambhir selected as the Head Coach of Indian Team 🇮🇳#GautamGambhir pic.twitter.com/SLR5dkXSy5
— Richard Kettleborough (@RichKettle07) July 9, 2024
Mohun Bagan: মোহনবাগানকে ফলো করছে স্কটল্যান্ডের জাতীয় দলে খেলা ফুটবলার
সম্প্রতি কলকাতার বিমানবন্দর থেকে গৌতম গম্ভীরের বেরোনোর একটি ভিডিও প্রকাশ্যে আসে। শোনা যাচ্ছে, ইডেন গার্ডেন্সে কেকেআরের হয়ে একটি বিদায়ী ভিডিও শ্যুট করতে গিয়েছিলেন তিনি। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই স্পষ্ট হয়ে গিয়েছে, টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। এখন শুধু বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বাকি। সম্প্রতি এটাও মনে করা হচ্ছে, গম্ভীরের কিছু শর্ত মেনে নিয়েছে বিসিসিআই। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে গৌতম গম্ভীরকে বোর্ড তার নিজের পছন্দ অনুযায়ী কোচিং স্টাফ বেছে নেওয়ার অনুমতি দিয়েছে।