আইপিএল ২০২৪ (IPL 2024)-এ দুর্দান্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলটি আইপিএল প্লে অফে জায়গা প্রায় পাকা করে ফেলেছে। জেসন রয়ের পরিবর্তে দলে যোগ দেওয়া ফিল সল্ট বিস্ফোরক ওপেনার হিসেবে ঝড় তুলেছেন। কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য রয়েছে আরো এক ভালো খবর।
এই মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থাকায় ফিল সল্ট ইংল্যান্ড শিবিরে যোগ দিলেও দিতে পারেন। ফিল সল্টের বদলি হিসেবে স্কোয়াডে থাকা অন্য ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) চলতি মরসুমে এখনো কোনো ম্যাচ খেলেননি। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার এই মাসের শুরুতে তাঁর অসুস্থ মায়ের অসুস্থতার জন্য আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন। তবে খুব তাড়াতাড়ি নাইট শিবিরে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন গুরবাজ নিজে।
After a short break from IPL due to my mother’s illness, i will join my kkr family very soon, thanks for all the messages and prayers, alhumdulillah she is feeling better now thanks 🙏❤️
— Rahmanullah Gurbaz (@RGurbaz_21) May 7, 2024
‘আমার মায়ের অসুস্থতার কারণে আইপিএল থেকে সংক্ষিপ্ত বিরতির পর আমি খুব শীঘ্রই কেকেআর পরিবারে যোগ দেব। সমস্ত মেসেজ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। তিনি এখন ভাল বোধ করছেন’, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন গুরবাজ।
Mohun Bagan Attack: পুরো তুফান! মোহনবাগানের আক্রমণভাগে দিমি-জেমি-জেসন?
ফিল সল্ট ইংল্যান্ড ক্যাম্পে যোগ দিলে গুরবাজ অটোমেটিক রিপ্লেসমেন্ট হিসেবে সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে পারেন। সল্ট দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইতিমধ্যে ৪২৯ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে নামের পাশে চারটি অর্ধশতরান রয়েছে।
East Bengal: কেরালার মাঝমাঠের এই ফুটবলারের দিকে নজর লাল-হলুদের
গুরবাজ ২০২৩ সালে কেকেআরে যোগ দিয়েছিলেন। ১১ ম্যাচে ২২৭ রান করে ব্যাট হাতে মোটের ওপর দুর্দান্ত মরসুম কাটিয়েছিলেন। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে কেকেআর সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেন গুরবাজ।