East Bengal: কেরালার মাঝমাঠের এই ফুটবলারের দিকে নজর লাল-হলুদের

নয়া ফুটবল মরশুমেই এএফসির টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ যারফলে,বহু বছর পর আবার ও এশিয়ার সেরা ক্লাব গুলির সঙ্গে লড়াই করতে চলেছে…

Vibin Mohanan

নয়া ফুটবল মরশুমেই এএফসির টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ যারফলে,বহু বছর পর আবার ও এশিয়ার সেরা ক্লাব গুলির সঙ্গে লড়াই করতে চলেছে ময়দানের এই প্রধান। এই মরশুমের ব্যর্থতা ভুলে নতুন মরশুমে নিজেদের ছন্দে আনাই অন্যতম লক্ষ্য তাদলের কোচ কার্লোস কুয়াদ্রাতের।

সেজন্য, একের পর এক দাপুটে ফুটবলারদের দিকে নজর রয়েছে ইমামি ম্যানেজমেন্টের। সেখান বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের বেশকিছু তরুণ প্রতিভাকে টানতে মরিয়া ময়দানের এই ফুটবল দল। বেশ কিছুদিন ধরেই সেই প্রসঙ্গে উঠে আসতে শুরু করেছে একাধিক ফুটবলারের নাম। যার মধ্যে রয়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের বেশকিছু ফুটবল দল।

গত কয়েকদিন ধরেই সেই তালিকায় উঠে আসতে শুরু করে সৌরভ মন্ডলের নাম। এই সিজনে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলেছেন এই ফুটবলার। শোনা যাচ্ছিল, এডুইন সিডনি ভ্যান্সপলের সঙ্গে সোয়াপ ডিল করতে চলেছে মশাল ব্রিগেড। তার মাঝেই এবার উঠে আসল কেরালা দলের এক দাপুটে ফুটবলারের নাম। তিনি ভিবিন মহানন।

এবারের এই আইএসএল ফুটবলের মরশুমে ১৮টি অ্যাপিয়ারেন্সের পাশাপাশি একটি গোল ও রয়েছে এই ভারতীয় ফুটবলারের। তাছাড়া যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই তরুণ ফুটবলার। আগামী মে মাসের শেষ পর্যন্ত দক্ষিণের এই ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই মিডফিল্ডার।

এখনো পর্যন্ত নাকি তার সঙ্গে চুক্তি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কেরালা ম্যানেজমেন্ট। সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে পেতে আসরে নেমেছে এবারের সুপার কাপ জয়ী দল। যতদূর খবর, খবর শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় তাকে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে আইএসএলের আরো বেশ কয়েকটি ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত আদৌ তিনি কোথায় যান, এখন সেটাই দেখার বিষয়।