Rahmanullah Gurbaz: সেঞ্চুরি করে সচিন-বিরাটের আরও কাছে KKR ব্যাটার

শারজায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে মহম্মদ শাহজাদের রেকর্ড স্পর্শ করেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz )। সেই সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও…

rahmanullah gurbaz

শারজায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে মহম্মদ শাহজাদের রেকর্ড স্পর্শ করেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz )। সেই সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির রেকর্ডের আরও কাছে পৌঁছে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটসম্যান। আইপিএল ২০২৪ শুরু হওয়ার আগে গুরবাজের এই ফর্ম নিঃসন্দেহে স্বস্তি দেওয়ার মতো।

মাত্র ৩৯ ইনিংসে এটি রহমানউল্লাহ গুরবাজের ষষ্ঠ সেঞ্চুরি। আয়ারল্যান্ডের বোলারদের বিরুদ্ধে ৮ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৭ বলে ১২১ রান করেছিলেন। দলের স্কোর ৩১০ রান।

আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিঃ
৬ সেঞ্চুরি: রহমানউল্লাহ গুরবাজ (৩৯ ম্যাচ), মহম্মদ শাহজাদ (৮৪ ম্যাচ)
৫ সেঞ্চুরি: ইব্রাহিম জাদরান (৩২ ম্যাচ), রহমত শাহ (১১০ ম্যাচ)
২ সেঞ্চুরি: করিম সাদিক (২৪ ম্যাচ), নওরোজ মঙ্গল (৪৯ ম্যাচ), মহম্মদ নবী (১৬০ ম্যাচ)

২৩ বছর বয়স হওয়ার আগে একদিনের ক্রিকেট ফরম্যাটে সবথেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের নামে। তেইশ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই তিনি করেছিলেন ৮টি শতরান। একই কৃতিত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি করেছিলেন ৭টি শতরান। বাবর আজম করেছিলেন ৬টি সেঞ্চুরি। এরপরেই পঞ্চম স্থানে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। গুরবাজের বয়স এখন ২২ বছর।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ আফগানিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম উইকেটে ১৫০ রান যোগ করেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। জাদরান ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৩ বলে ৬০ রান করেন। গুরবাজ ১১৭ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে করেন ১২১ রান। মহম্মদ নবী তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ১৭ বলে ৪০ রান, অধিনায়ক শহীদি ৩৩ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ রান করে দলের স্কোর ৩০০ অতিক্রম করান। জবাবে ৫০ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ২৭৫। ৩৫ রানে জয় অর্জন করেছে আফগানিস্তান।