Rahim Ali: সমস্ত জল্পনা উড়িয়ে চেন্নাইয়িনে চুক্তি মেয়াদ বাড়িয়ে নিল রহিম

Conditions for Rahim Ali's potential move to East Bengal

২০২৪ সাল অবধি চেন্নাইয়িনে থাকছেন ভারতীয় ফরোয়ার্ড রহিম আলি (Rahim Ali)। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে তার সংশ্লিষ্ট ক্লাবের তরফে। ২০১৯-২০ সালে চেন্নাইয়িন খেলেছিলো আইএসএলের ফাইনাল।সেইবার দক্ষিণের এই ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন রহিম।

Advertisements

গত তিন বছরে সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ৪০ টা ম‍্যাচ খেলেছিলেন রহিম।” চেন্নাইয়িন এফসি’তে পুনরায় সই করে দারুণ লাগছে।আমার মাথায় ক্লাব ছাড়ার কোনও রকম পরিকল্পনা’ই ছিলোনা কখনও।” – এমনটাই জানিয়েছেন রহিম।

২২ বছর বয়সী এই ভারতীয় ফরোয়ার্ড বর্তমানে ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য।গতবছর সেপ্টেম্বর মাসে দেশের হয়ে অভিষেক করার পর এখনও অবধি ছয়টি ম‍্যাচ খেলে ফেলেছেন তিনি।

Advertisements

গতবছর সাফ কাপ জিতেছিলো ভারত।সেই দলে ছিলেন রহিম।সাবস্টিটিউট হিসেবে তিনটি ম‍্যাচ খেলেছিলেন,খেলেছিলেন নেপালের বিরুদ্ধে ফাইনালেও।ফাইনালে একটি গোল করিয়েছিলেন।

২০১৭ সালে অনূর্ধ – ১৭ বিশ্বকাপ খেলেছিলো ভারত।দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন রহিম।এছাড়া ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আইলিগে খেলেছিলেন ৩১ টা ম‍্যাচ।