মামাকে দেখে ফুটবল খেলা শিখেছেন উদীয়মান এই বাঙালি

এবারের কলকাতা ফুটবল লিগ শুরু থেকে একটু অন্যরকম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা কলকাতার ক্লাবে সুযোগ পেয়েছেন। অনেকেই এই প্রথম তিলোত্তমার কোনো ক্লাবে যোগ দিয়েছেন।…

Rafik Ali gayen diamond harbour footballer

এবারের কলকাতা ফুটবল লিগ শুরু থেকে একটু অন্যরকম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা কলকাতার ক্লাবে সুযোগ পেয়েছেন। অনেকেই এই প্রথম তিলোত্তমার কোনো ক্লাবে যোগ দিয়েছেন। রফিক আলি গায়েন (Rafik Ali Gayen) তাঁদের মধ্যে একজন।

লিগে নতুন দল হিসেবে যোগ দিয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলার বাছাই করেছিলেন ক্লাব কর্তারা। কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল অভিজ্ঞ কিবু ভিকুনাকে। সব মিলিয়ে স্কোয়াডে জুনিয়র সিনিয়রের কম্বিনেশন বজায় রাখার চেষ্টা করা হয়েছিল।

গ্রামের ছেলে রফিক। ভাঙ্গর থেকে সোজা ডায়মন্ড হারবার ক্লাবে। পাড়ার ক্লাবে ফুটবলে হাতেখড়ি। দাদাদের দেখে ক্রমে ফুটবলের প্রতি জন্মেছিল ভালোবাসা। তাঁর মামাও ফুটবল খেলতেন। সব মিলিয়ে ফুটবলের সঙ্গে রফিকের সখ্যতা গড়ে উঠেছিল তরুণ বয়স থেকেই। আগামী দিনে ভালো ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করার মতো রসদ তাঁর রয়েছে।

অনেক প্রত্যাশা নিয়ে কলকাতা ফুটবল লিগ অভিযান শুরু করেছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। শুরুর দিকে বেশ কিছু ভালো মুহূর্ত উপহার দিয়েছিল ক্লাব। পরে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। প্রথম মরসুমের নিরিখে উল্লেখযোগ্য পারফরম্যান্স। রফিকদের মতো খেলোয়াড়দের কলকাতা ময়দানে তুলে আনা, বঙ্গ ফুটবল মহলে এক বাড়তি পাওনা।