সেবাস্তিয়ান কোর্দার বিপক্ষে ম্যাচটি অনেক দিন মনে রাখবেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ইন্ডিয়ান ওয়েলস (Indian Wells)। ঘুরেফিরে আসচে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) প্রসঙ্গ।
‘ভেবেছিলাম হেরে গেছি’, ম্যাচ শেষে বলেছেন ২১ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। সেবাস্তিয়ান কোর্দার বিপক্ষে ম্যাচের ফল ৬-২, ১-৬, ৭-৬(৩)। ম্যাচ চলেছিল প্রায় প্রায় আড়াই ঘণ্টা।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও চাপের মুখে পড়েছিলেন নাদাল। শেষ পর্যন্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আমেরিকার সেবাস্তিয়ান কোর্দার বিরুদ্ধে এই ম্যাচ যেন সেই ম্যাচেরই পুনরাবৃত্তি। খাদের কিনার থেকে জয় । কামব্যাকের পর চলতি বছরের টানা ষোলোটি ম্যাচে অপরাজেয় নাদাল।
![Rafael Nadal](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/03/20220313_140151.jpg)
তৃতীয় সেটে কিছুটা সুবিধা পেয়ে গিয়েছিলেন সেবাস্তিয়ান কোর্দার। ২১ বছর বয়সী মার্কিন তারকা তারকা পেয়ে গিয়েছিলেন ডবল ব্রেক অ্যাডভান্টেজ। কাজে লাগাতে পারলে আরও কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারতেন নাদালকে। শেষ পর্যন্ত যা হয়নি।
‘ভেবেছিলাম আজ হেরে গেছি… অস্ট্রেলিয়াতেও একই রকম অনুভূতি হয়েছিল,’ ম্যাচ শেষে বলেছেন নাদাল। ‘কিন্তু এর মানে এই নয় যে আমি চেষ্টা চালিয়ে যাব না কিংবা লড়াই থেকে হাত তুলে নেবো।’