Kalinga Super Cup: সুপার কাপ ফাইনালের দায়িত্বে এবার এই রেফারি, চিনুন

রাত পোহালেই কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। যেখানে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও ওডিশা এফসি। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। এই…

R Venkatesh Referee

রাত পোহালেই কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। যেখানে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও ওডিশা এফসি। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। এই টুর্নামেন্ট জিতলেই পরবর্তীতে এএফসি কাপ খেলার ছাড়পত্র উঠে আসবে জয়ী দলের কাছে। তাই কেউ যে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তা কিন্তু বলাই চলে।

বলাবাহুল্য, গত ফুটবল মরশুমের শুরুটা ওডিশা দলের জন্য খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ছন্দে ফিরেছে দল। সেখান থেকে ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে খেতাব জয়। অর্থাৎ এই সুপার কাপ জয়। সেই ধারাই এবার বজায় রাখার লক্ষ্য থাকবে ওডিশার। অন্যদিকে, চার বছরের ট্রফির খড়া কাটানোর চ্যালেঞ্জ লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। কিন্তু কাজটা একেবারেই সহজ নয়।

দুর্বল মোহনবাগান দলকে সুযোগ বুঝে এবার পরাজিত করলেও ওডিশার মতো হেভিওয়েট প্রতিপক্ষ হিসেবে আসায় এবার যেন কালঘাম ছোটার পরিস্থিতি কুয়াদ্রাতের। পরিসংখ্যান অনুযায়ী এখনো টানা ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। তাই সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে তাদের। সেইমতো আহমেদ জাহু থেকে শুরু করে মুর্তাজা ফলের মতো বিদেশিদের প্রথম একাদশে রেখেই লড়াই করার লক্ষ্য থাকতে পারে দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার।

অন্যদিকে, সীমিত শক্তি নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন কার্লোস কুয়াদ্রাত। উল্লেখ্য, দলের অন্যতম তারকা তথা অধিনায়ক ক্লেটন সিলভা একাধিক গোল পেয়েছেন এই ফুটবল টুর্নামেন্টে। তবে সেমিফাইনালে পেনাল্টি মিস করে ফের সমালোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। অন্যদিকে, সৌভিক চক্রবর্তীকে ম্যাচের গুরু দায়িত্ব দেওয়া হলেও জাহু ও ফলদের আদৌ তিনি কতটা আটকাতে পারবেন সেই নিয়েও উঠছে প্রশ্ন।

এসবের মাঝেই এই হাই ভোল্টেজ ম্যাচের দায়িত্বে থাকছেন আর ভেঙ্কটেশ। তার এক একটি সূক্ষ সিদ্ধান্তের উপরেই দাঁড়িয়ে রয়েছে সমস্ত কিছু। তার শেষ বাঁশিতে বদলে যাবে যেকোনো একটি দলের ভাগ্য। তবে রেফারিং নিয়ে আইএসএলের পাশাপাশি এই সুপার কাপে ও উঠেছে একাধিক অভিযোগ। সেই সমস্ত কিছু মাথায় রেখে আদৌ কতটা জয় নিশ্চিত করতে পারেন কলকাতার এই প্রধান এখন সেটাই দেখার।