কোথায় গেলেন ইস্টবেঙ্গলের (East Bengal) নন্দকুমার শেখর (Nandakumar Sekhar)? কলকাতা ময়দানের ইতিউতি উঠছে এই প্রশ্ন। বিগত কয়েক দিন ধরে খোঁজ নেই নন্দকুমারের। দেখা যাচ্ছে না দলের অনুশীলনে। এরপরেই প্রশ্ন উঠছে নন্দ কোথায়?
মরসুমের অর্ধেক পথ অতিক্রম করেছে ইস্টবেঙ্গল। চলতি মরসুমে লাল হলুদ শিবিরের হয়ে অন্যতম ধারাবাহিক ফুটবলার নন্দকুমার। বেশ কিছু ম্যাচে গোল করে দলের মুখরক্ষা করেছেন। গোল রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। চলতি ইন্ডিয়ান সুপার লিগে গোল করার ব্যাপারে ভারতীয় ফুটবলারদের মধ্যে নন্দ অন্যতম সেরা। সেই তাঁকে নিয়েই এখন রয়েছে ধোঁয়াশা।
Chennaiyin FC: মোহনবাগান মিডফিল্ডারকে বিশেষ প্রস্তাব চেন্নাইয়িন দলের
নন্দকুমার শেখরকে নিয়ে শোনা যাচ্ছে একাধিক মতামত। কেউ বলছেন নন্দকুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে, কারও মতে তিনি অসুস্থ। ঠিক কোন কারণে তিনি অনুশীলনে অনুপস্থিত সে ব্যাপারে আপাতত নেই কোনও সদুত্তর।
North East United: শ্রীনিধি ডেকানের ডিফেন্সিভ মিডফিল্ডারকে নেওয়ার পথে নর্থইস্ট
উড়িয়ে দেওয়া যাচ্ছে না চোট সমস্যার কথা। চলতি মরসুমে একাধিকবার চোট সমস্যার সঙ্গে লড়াই করেছে ইস্টবেঙ্গল। নন্দকুমার চোট পেলে দলের জন্য সেটা বড় ধাক্কা হতে পারে। ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের আগামী ম্যাচ ৩ এপ্রিল, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। লাল হলুদ সমর্থকরা আশা করবেন তার আগেই শেষ হচ্ছে নন্দকুমার শেখর সংক্রান্ত জল্পনা।