North East United: শ্রীনিধি ডেকানের ডিফেন্সিভ মিডফিল্ডারকে নেওয়ার পথে নর্থইস্ট

কয়েকটি ফুটবল মরশুম ধরে একেবারেই ছন্দে নেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (North East United)। মরশুম জুড়ে প্রতিপক্ষ দল গুলির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স রাখার চেষ্টা করলেও…

Mayakkannan Muthu

কয়েকটি ফুটবল মরশুম ধরে একেবারেই ছন্দে নেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (North East United)। মরশুম জুড়ে প্রতিপক্ষ দল গুলির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হয়েছিল তাদের। কিন্তু তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া‌ এই ফুটবল ক্লাব।

সেজন্য মরশুমের শুরুতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনোলীকের হাতে। এছাড়াও দলের উন্নতির স্বার্থে সিউ হিসেবে যুক্ত করা হয় মন্দার তামহানেকে। একটা সময় কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে কাজ করেছিলেন বেঙ্গালুরু এফসিতে। পরবর্তীতে তার চলে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল তাকে।

আরও পড়ুন: Mumbai City FC: মরশুম শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়তে পারে মুম্বই

নতুন মরশুমে তিনি‌ যুক্ত হন নর্থইস্টের সঙ্গে।‌ তার দৌলতেই এই মরশুমে একাধিক দেশীয় তরুণকে নিজেদের দলে টানে বেনোলীকের দল। ডুরান্ড কাপের সেমিফাইনালে তাদের ছিটকে যেতে হলেও এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের লড়াইয়ে এখনো টিকে রয়েছে এই ফুটবল ক্লাব। বলতে গেলে এবারের এই ফুটবল টুর্নামেন্টের প্লে-অফের অন্যতম দাবিদার।

আরও পড়ুন: Odisha FC: রয় কৃষ্ণার বিকল্প খুঁজছে ওডিশা, কে আসতে পারেন দলে?

তবে এখন থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। সেইমতো তাদের নজর গিয়ে পড়েছে এবারের আইলিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব শ্রীনিধি ডেকানের উপরে। এই দলের অন্যতম তরুণ ফুটবলার মায়াকান্নান মুথুর উপর নজর ছিল পেদ্রো বেনোলীকের।

আরও পড়ুন: FC Goa: এই তরুণ প্রতিভার সঙ্গে চুক্তি বাড়াল এফসি গোয়া

সেইমতো গত কয়েক সপ্তাহ ধরেই নাকি তার সাথে কথাবার্তা এগোতে থাকে নর্থইস্ট ফুটবল ক্লাব। তবে মে মাসের শেষ পর্যন্ত হায়দরাবাদের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে কথাবার্তা অনেকটা ইতিবাচক হওয়ার দরুণ পরবর্তী মরশুম শুরু হওয়ার আগেই হয়তো এই ফুটবলারকে চূড়ান্ত করতে পারে আইএসএলের ক্লাব।