Mohun Bagan: নতুন মরসুমের আগে মোহনবাগানে কোচ জল্পনা

পরের মরসুমেও কি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কোচ থাকবেন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio López Habas)? সম্প্রতি উঠতে শুরু করেছে এই প্রশ্ন। চলতি মরসুমের মাঝপথে…

Mohun Bagan Coach Antonio Lopez Habas

পরের মরসুমেও কি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কোচ থাকবেন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio López Habas)? সম্প্রতি উঠতে শুরু করেছে এই প্রশ্ন। চলতি মরসুমের মাঝপথে সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নিয়েছিলেন লোপেজ হাবাস। তারপর ছন্দে ফিরেছে দল। এখন রয়েছে লিগ শিল্ড জয়ের দৌড়ে। ইন্ডিয়ান সুপার লিগের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো জিততে পারলে ৫১ পয়েন্টে পৌঁছে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। যা একটি রেকর্ড। পরপর ম্যাচ জিততে থাকলে লিগ শিল্ড চলে আসবে মোহনবাগান সুপার জায়ান্টের হাতের মুঠোয়।

হুয়ান ফেরান্দোকে সামনে রেখে মরসুম শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপ জিতেছিল বাগান। এশিয়ান প্রতিযোগিতায় শুরুটাও ভালো করেছিল দল। আইএসএলে ম্যাচ জিতেছিলেন ধারাবাহিকভাবে। ক্রমে ছন্দ পতন। চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান। হাতছাড়া এএফসি কাপ। দল পিছিয়ে পড়েছিল আইএসএল খেতাব জয়ের দৌড়ে।

লোপেজ হাবাসের হাতে পড়ে আমূল বদলে যায় দলের পারফরম্যান্স। আগামী মরসুমেও তিনিই কি থাকবেন দলের কোচ? এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। চলতি মরসুমে বাগান তাঁর কোচিংয়ে ট্রফি জিতলে হয়তো অন্য কথা। না জিতলেও কি হাবাস থাকবেন বাগানের হেড স্যার? এখনই বলা মুশকিল।

শোনা যায়, বাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হাবাসের সম্পর্ক ভালো। গোয়েঙ্কার সঙ্গে কথা বলার পরেই হাবাস ফের মোহনবাগানের দায়িত্বে নিতে রাজি হয়েছিলেন বলে জানা গিয়েছে। হাবাসের বয়স এখন ৬৬ বছর। টানা কোচিং করানোর ব্যাপারে তিনি আদৌ উৎসাহ পাবেন কি না সেটাও হবে দেখার বিষয়।