Scott Cooper: ‘ডিফেন্স আমরাই সেরা’, জোর গলায় বললেন আইএসএল কোচ

যতই সমালোচনা হোক না কেন নিজেদের কোনো অংশে কম ভাবছেন না জামশেদপুর এফসির কোচ স্কট কুপার (Scott Cooper)। রবিবার মাঠে নামার আগে প্রতিপক্ষ দলকে সাবধান…

Jamshedpur FC Coach Scott Cooper

যতই সমালোচনা হোক না কেন নিজেদের কোনো অংশে কম ভাবছেন না জামশেদপুর এফসির কোচ স্কট কুপার (Scott Cooper)। রবিবার মাঠে নামার আগে প্রতিপক্ষ দলকে সাবধান করে দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান সুপার লীগে চলতি মরসুমে প্রথম অংশ নিয়েছে পাঞ্জাব এফসি। তিন ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট এক। রয়েছে লীগ ক্রম তালিকার দশ নম্বরে। রবিবারের প্রতিপক্ষ জামশেদপুর এফসি রয়েছে সাত নম্বরে, প্রাপ্ত পয়েন্ট ৪। “তিনটি দলের পয়েন্ট সমান (৪ পয়েন্ট)। আমরা বরং এক ম্যাচ কম খেলেছি। নিজেদের ক্রম তালিকার আরও ওপরের দিকে দেখছি। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে শেষে আমরা ছয় নম্বরে উঠে আসতে পারি।”

   

শনিবার আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান সুপার লীগের জোড়া ম্যাচ। এফসি গোয়ার বিরুদ্ধে হেরে ইস্টবেঙ্গল নেমে গিয়েছে আট নম্বরে। চার ম্যাচ খেলেছে চার পয়েন্ট পেয়েছে দল। সাত নম্বরে রয়েছে জমেশদপুর এফসি। ছয় নম্বরে তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পাওয়া ওড়িশা এফসি। রবিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে এক পয়েন্ট পেলেও পয়েন্ট তালিকায় এগোবে ইস্পাত নগরীর দল।

পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে জামশেদপুর এফসির কোচ বলেছেন, “গোল পার্থক্যের কারণে আমরা কিছুটা নিচের দিকে রয়েছি। এটা মনে রাখতে হবে যে টুর্নামেন্টে রক্ষণের দিক থেকে আমাদের দল সেরা। বিষয়টা হালকাভাবে নেওয়া উচিৎ না।” পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথম একাদশে বদলের সম্ভাবনা জিইয়ে রেখেছেন কোচ, “বিশ্রাম খুব জরুরী। এটাও মাথায় রাখতে হবে যে এখন অনেক ম্যাচ বাকি রয়েছে। অনুশীলনে যথেষ্ট ঘাম ঝরাচ্ছি আমরা।”