HomeSports NewsWorld Cup 2022Qatar WC: হিজাব বিরোধী ইরানি ফুটবলারদের মৃত্যুদণ্ড? বিশ্বজোড়া প্রশ্ন

Qatar WC: হিজাব বিরোধী ইরানি ফুটবলারদের মৃত্যুদণ্ড? বিশ্বজোড়া প্রশ্ন

- Advertisement -

ইরানি মজলিসে (সংসদ) হিজাব বিদ্রোহীদের (Hijab Protest) মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট। ২৯০ জন সদস্যের মধ্যে ২২৭ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। কী হবে বিশ্বকাপ (Qatar WC) খেলা হিজাব বিদ্রোহী ইরানি (Iran) ফুটবলারদের ভবিষ্যৎ?

Goal.Com জানাচ্ছে কাতারের মাঠে খেলার শেষ বাঁশি বাজার পর পরাজিত ইরানি ফুটবলারদের নিয়েই দুনিয়া জুড়ে আলোড়ন। খেলায় ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে ইরান হেরেছে। তবে ম্যাচ শুরুর আগে ইরানের ফুটবলার তাদের দেশের জাতীয় সঙ্গীতের সময় নীরব ছিলেন। হিজাব বিরোধী প্রতিবাদের পক্ষে দেশের নারীদের পাশে তারা দা়ঁড়ালেন। চূড়ান্ত গতিসম্পন্ন এই ম্যাচে গোলের বন্যা বয়ে গেছে। এক ম্যাচে ৮টি গোল!

   

গোলের ঝলকের মাঝে তীব্র আলোচনা, হিজাব বিরোধী অবস্থানে দেশের সরকারের বিরুদ্ধে বিশ্বকাপের আসর থেকে বার্তা দিয়ে সরকারের রোষে পড়তে চলেছেন ইরানি ফুটবলাররা।

Al Jazeera জানাচ্ছে, নভেম্বর মাসের শুরুতে ইরানের পার্লামেন্ট (মজলিস) সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে হিজাব বিদ্রোহীদের মৃত্যুদণ্ড শাস্তির প্রস্তাবে। এই প্রস্তাবে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বিচার করে মৃত্যুদণ্ড শাস্তির কথা।

BBC জানাচ্ছে, হিজাব বিরোধী প্রতিবাদে সোমবারও প্রবল উত্তপ্ত ইরান। কাতারের মাঠে যখন ইরান বনাম ইংল্যান্ডের খেলা চলছিল তখন বিক্ষোভের আগুনে জ্বলছে রাজপথ। মাঠে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ফুটবলারদের নীরব দেখে হাজার হাজার বিক্ষোভকারী সাবাসি জানান। পুলিশ ও সেনার সঙ্গে সংঘর্ষ চলছে।

ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দিস তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে ইরান। গুলিতে নিহত শতাধিক। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিয়েছে ইরান সরকার। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।
কাতারের মাঠে হিজাব বিরোধী বিক্ষোভের সমর্থন করা ইরানি ফুটবলারদের কী হবে? তারাও নিজ দেশের সরকারের নজরে পডেছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular