জানুয়ারির দলবদলে ইস্টবেঙ্গল এফসিতেই ফিরে আসতে পারেন হীরা

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে বিরাট হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারে নি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC )। ইন্ডিয়ান সুপার লিগে (ISL)…

hira mondal

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে বিরাট হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারে নি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC )। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর, খেলার দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে জোড়া গোল হজম এবং শেষে ২-৪ গোলে পরাজয় ইস্টবেঙ্গলের।

এমন আবহে জানুয়ারি মাসের ফিফা উইন্ডো কাজে লাগিয়ে লাল হলুদ বিগ্রেডে রদবদল হতে চলেছে এমন বার্তা ওড়িশার বিরুদ্ধে খেলার শেষে জানিয়েছিলেন লাল হলুদ শিবিরের শীর্ষকর্তা দেবব্রত সরকার।সোমবার, বেঙ্গালুরু এফসি ভারতীয় ডিফেন্ডার হীরা মণ্ডলকে রিলিজ দিয়ে দিয়েছে।তাই শীতকালীন ফিফা উইন্ডো দিয়ে ইস্টবেঙ্গল এফসি দলে যোগদানের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে ফুটবলার হীরা মণ্ডলের।

জানুয়ারির ফিফা উইন্ডোতে লাল হলুদ বিগ্রেড দুই থেকে তিনজন ভারতীয় ফুটবলারকে নিতে পারে এমন খবর সূত্র মারফৎ আগেই পাওয়া গিয়েছিল।এদিন বিএফসি থেকে হীরাকে রিলিজ করে দেওয়াতে লাল হলুদ শিবিরে ভারতীয় এই ডিফেন্ডারের জয়েনের ইস্যুতে আগুনে ঘি পড়লো।

প্রসঙ্গত, অফিসিয়ালি কিছু না জানা গেলেও কান পাতলে শোনা যাচ্ছে, জানুয়ারির দলবদলে ইস্টবেঙ্গল এফসি’তেই ফিরে আসতে পারেন হীরা। কারণ, গত আইএসএল সেশনে লাল হলুদ শিবিরের হয়ে তিনি খুবই ভাল খেলেন। ১৬টা ম্যাচের মধ্যে ১৫টিতেই প্রথম এগারোয় ছিলেন হীরা মণ্ডল। ২০২০-২১ মরসুমে আই লিগ টুর্নামেন্ট মঞ্চে উত্থান ঘটে হীরার। সে বার মহমেডান স্পোর্টিং’র হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলায় সেরা দলে জায়গা পায় এই ভারতীয় ডিফেন্ডার। এমন ঝকঝকে পারফরম্যান্স দেখেই ২০২১-এ এসসি ইস্টবেঙ্গল তাঁকে সই করায়। ২০১৫’তে পোর্ট ট্রাস্টের হয়ে কলকাতা লিগে খেলা শুরু করার পরে রেনবো এফসি, টালিগঞ্জ অগ্রগামী, পিয়ারলেসের হয়েও খেলেন তিনি।

লাল-হলুদ জার্সি গায়ে গত আইএসএলে ১৬ টা ম্যাচ খেললেও চলতি আইএসএলে তাঁকে একটিও ম্যাচ খেলার সুযোগ দেননি বেঙ্গালুরু এফসি দলের কোচ সাইমন গ্রেসন। ফলে হতাশ হয়েই বিএফসির ছাড়ার সিদ্ধান্ত ডিফেন্ডার হীরা মণ্ডলের।