Qatar World Cup : তলোয়ার নিয়ে কাতারে বিশ্বকাপ খেলতে যাবেন ফুটবলাররা

তলোয়ার নিয়ে বিশ্বকাপ (Qatar World Cup) খেলতে যাবে দল। সংকল্প করেছে কানাডা ফুটবল টিম। কোস্টা রিকার বিমান বন্দরে ল্যাগেজ থেকে তলোয়ার উদ্ধার করেছিলেন নিরাপত্তা রক্ষীরা।…

তলোয়ার নিয়ে বিশ্বকাপ (Qatar World Cup) খেলতে যাবে দল। সংকল্প করেছে কানাডা ফুটবল টিম। কোস্টা রিকার বিমান বন্দরে ল্যাগেজ থেকে তলোয়ার উদ্ধার করেছিলেন নিরাপত্তা রক্ষীরা। এরপর থেকেই আলোচনায় কানাডিয়ান (Canada) তলোয়ার।

Advertisements

তলোয়ারের ওপর ‘কাতার ২০২২’ খোদাই করা রয়েছে। এই তলোয়ার নাকি দলের জন্য খুব পয়া। কানাডার জাতীয় দলের ম্যানেজারও একই ধারণা পোষণ করেন। তাঁর মতে এই অস্ত্র ফুটবলারদের মধ্যে লড়াকু মনোভাব সঞ্চার করেছে।

   

৩৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা। শেষবার ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল এই দেশ। এরপর আসন্ন কাতার বিশ্বকাপ মাঠে নামবে দল।

ম্যানেজার জন হার্ডম্যান গণমাধ্যমে জানিয়েছেন যে এই তলোয়ার বদলে যাওয়া কানাডার প্রতিরূপ। ছেলেদের উৎসাহ দিয়ে বলেছিলেন ‘এতদিন আমাদের কাছে ঢাল ছিল। এবার আছে তলোয়ার।’ নির্ভয় হয়ে খেলার বার্তা দিয়েছেন দলের ফুটবলারদের।

জামাইয়াকার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কানাডা। গত ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছিল তারা। সেই সঙ্গে ছত্রিশ বছরের ডেডলক ভাঙতে সক্ষম হয়েছিল কানাডা।