
ব্রাজিল সমর্থকদের জন্য খারাপ খবর। নেইমার এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। একেই তাঁর গোড়ালিতে চোট৷ সেই কারণে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি তিনি। তার উপর তাঁর জ্বরও হয়েছে। যা নিয়ে চিন্তায় থাকছে টিম ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের প্রশ্ন, বিশ্বকাপের(Qatar WC) বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন তো নেইমার ?
তারকা ফুটবলারের যে জ্বর হয়েছে সেই খবর সামনে এনেছেন তারই সতীর্থ ভিনিকিয়াস জুনিয়র। তিনি জানান, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেইমার মাঠেও আসতে পারেনি। ও ভালো নেই। শুধু পায়ের কারণেই নয়, একটু জ্বরও ছিল। আশা করছি, খুব তাড়াতাড়ি নেইমার সুস্থ হয়ে উঠবে।’প্রসঙ্গত, সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। ৮০ মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে। বেঞ্চে বসে নেইমারকে কাঁদতেও দেখা যায়। তখন থেকেই নেইমারকে নিয়ে আশঙ্কার মেঘ দেখা যায় ব্রাজিল শিবিরে। তারই মধ্যে এল জ্বরে কাবু হওয়ার খবরা
নেইমার চোট পাওয়ার পর দলের ডাক্তার জানিয়েছিলে, ‘শুক্রবার বিকেলে নেইমারের একটি MRI করা হয়েছিল। ওর গোড়ালির লিগামেন্টের ক্ষতি হয়েছে। পরের ম্যাচ নেইমার খেলতে পারবে না। তাকে নিয়ে আমরা চিন্তিত। তবে সতর্কও থাকছি। নেইমার যেন বিশ্বকাপে খেলতে পারে সেটাও দেখা হচ্ছে। তার চিকিৎসার কোনও ত্রুটি থাকবে না।’










