Qatar WC: মেসি ম্যাজিক নাকি মেক্সিকান ওয়েভ, ফুটবলের কাছে ফিকে দোহার হোটেলে জন্নত সুখ

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: ‘প্রথমত আমি তোমাকে চাই। দ্বিতীয়ত আমি তোমাকে চাই। শেষ পর্যন্ত আমি তোমাকে চাই’ মেসি! (Messi) এমনই হাল এই দেশের (Qatar)।…

Qatar WC: মেসি ম্যাজিক নাকি মেক্সিকান ওয়েভ, ফুটবলের কাছে ফিকে দোহার হোটেলে জন্নত সুখ

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: ‘প্রথমত আমি তোমাকে চাই। দ্বিতীয়ত আমি তোমাকে চাই। শেষ পর্যন্ত আমি তোমাকে চাই’ মেসি! (Messi) এমনই হাল এই দেশের (Qatar)। যে কাতারবাসী সকালে ব্রাজিলিয়ান নেইমারের (Neymar) পায়ে আঘাতের ছবি দেখে চোখের জল ফেলেছেন, তারাই আবার বেলা গড়াতেই আর্জেন্টাইন মেসির (Messi) প্রেমে পাগল। (Qatar WC) কাতার বিশ্বকাপে মেসির মরণ বাঁচন লড়াই।

Messi r maradona

   

ক্যালেন্ডারের হিসেবে শনিবার পার করে মাঝ রাতে অর্থাৎ রবিবার আর্জেন্টিনা ও মেক্সিকো দুই প্রবল শক্তিশালী দেশ মুখোমুখি হতে চলেছে। আর্জেন্টাইন মেসির ফুটবল জাদু দেখা পেতে অধীর আগ্রহ যেমন তেমনই সবাই বসে আছেন বিখ্যাত মেক্সিকান ওয়েভ (গ্যালারিতে মেক্সিকো সমর্থকদের একসাথে বিশেষ দোলা) দেখার জন্য। গোল চাই গোল চাই দাবি। মেসি গোল করলেই আবেগ আর মেক্সিকো গোল করলেই বিখ্যাত সেই ওয়েভ দেখা যাবে।

মাঝরাতের এমন সুমধুর ফুটবল দৃশ্য দেখার কাছে ফিকে হয়ে যায় কোটি দিনার-রিয়াল খরচ করে একরাত্রি দোহার হোটেলে থাকার জন্নতমার্কা সুখ!

Qatar WC: মেসি ম্যাজিক নাকি মেক্সিকান ওয়েভ, ফুটবলের কাছে ফিকে দোহার হোটেলে জন্নত সুখ

Advertisements

রবির রাতে মেসির মরণ বাঁচন লড়াইয়ের আগের ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। পেনাল্টিতে মেসি গোল করলেও শেষ মুহূর্তে আরব হামলায় ধসে পড়েছিল দুবারের বিশ্বসেরা আর্জেন্টিনার দুর্গ। এই ম্যাচ হেরে বিপাকে আর্জেন্টিনা। খোদ মেসির উপরেই পড়েছে প্রবল চাপ। মেক্সিকো কড়া প্রতিপক্ষ।

আর্জেন্টিনার তারকা তথা বিশ্ব ফুটবলের নায়ক মেসির শেষ বিশ্বকাপ এটি। কাতার থেকে তিনি বিশ্বকাপকে বিদায় জানাবেন। সেই অর্থে বিশ্ব ফুটবল থেকে মেসি বিদায় নিচ্ছেন।

Qatar WC: মেসি ম্যাজিক নাকি মেক্সিকান ওয়েভ, ফুটবলের কাছে ফিকে দোহার হোটেলে জন্নত সুখ

পুরো কাতার জুড়ে চলছে গণউন্মাদনা। মেসি মেসি আওয়াজে মাতোয়ারা কাতার। তাঁর দেশ আর্জেন্টিনাতেও চড়ছে উত্তেজনার পারদ। প্রয়াত ফুটবল রাজপুত্র মারাদোনার পর মেসিকে নিয়েই আবেগমথিত আর্জেন্টাইনরা। রবির রাতে মেক্সিকোর মতো প্রবল প্রতিপক্ষের সামনে কঠিন পরীক্ষায় নামছেন মেসি।