Qatar WC: দেশ হেরেছে দু:খ নেই কাতারবাসীর, ‘নেইমার খেলবেন না’ শুনেই মাথায় বজ্রাঘাত

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  আশঙ্কা ক্রমে সত্যি হয়ে যাচ্ছে। ব্রাজিলিয়ান তারকা নেইমারের (Neymar) খেলা আপাতত দেখা যাবে না কাতার বিশ্বকাপে। চোটের কারণে তিনি গ্রুপ…

Neymar's team

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  আশঙ্কা ক্রমে সত্যি হয়ে যাচ্ছে। ব্রাজিলিয়ান তারকা নেইমারের (Neymar) খেলা আপাতত দেখা যাবে না কাতার বিশ্বকাপে। চোটের কারণে তিনি গ্রুপ পর্বে মাঠে নামছেন না। নেইমারকে নিয়ে এই দু:সংবাদে বিশ্ব ফুটবলে নেমেছে হতাশা। আরও আশঙ্কা তিনি কি আদৌ (Qatar WC) বিশ্বকাপে ফিরতে পারবেন? কাতার জুড়ে নেমেছে বিষাদ।

শুক্রবার বিশ্বকাপের আয়োজক দেশ কাতার হেরে গেল সেনেগালের কাছে। তবে এই ম্যাচ কাতারের জন্য ঐতিহাসিক। কারণ,কাতার তার নিজস্ব ফুটবল ইতিহাসে প্রথম গোলের দরজা খুলতে পারল। ২-১ গোলে সেনেগাল জয়ী হলেও নিজেদের দেশের গোল দেখে আত্মহারা হয়ে যান কাতারবাসী। পরপর দুটি ম্যাচে পরাজয়ের কারণে কাতার বিশ্বকাপের মাঠ থেকে বিদায় নিচ্ছে এ স্পষ্ট।

তবে কাতারবাসী এতে তেমন দু:খ নেই। তারা বেদনাহত ব্রাজিলিয়ান তারকা নেইমারের চোট ও গ্রুপ লিগের পরবর্তী ম্যাচগুলিতে তাঁর খেলতে না পারার সংবাদে। প্রশ্ন উঠছে নেইমার বিহীন ব্রাজিল কতদূর?

ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো ল্যাসমার জানিয়েছেন, শুক্রবার নেইমারের এমআরআই করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে গোড়ালির লিগামেন্টে চোট আছে। নিশ্চিতভাবে পরের দু’টি ম্যাচে খেলতে পারবে না নেইমার।

প্রথম ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়ার কড়া ট্যাকল কেটে যতবার এগিয়েছিলেন নেইমার ততবারই গর্জন করেছিলেন কাতারবাসী। সেই হলদু-সবুজ বন্যায় ভেসে গেছে (Serbia) সার্বিয়া। জয়ী (Brazil) ব্রাজিল। আর রাত থেকে শুরু হয় নেইমারের পায়ে চোট নিয়ে উদ্বেগ। যত সময় গড়াচ্ছে ততই উদ্বেগের সীমা পার করে আশঙ্কা এগিয়ে আসছে। নেইমার কি (Qatar WC) বিশ্বকাপে আর নেই!

চিকিৎসাধীন আরও এক ফুটবলার। তিনি সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি (Yasser Al Shahrani)। আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে বিশ্বকাপ (Qatar WC)  ফুটবলে ঐতিহাসিক জয়ের ম্যাচে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়েছেন। তাঁর চোয়ালের হাড়ে চিড় ধরেছে।

তবে নেইমার বিশ্ব ফুটবলের এক নায়ক। তাঁর চোট নিয়েই প্রবল আলোড়ন। ২০১৪ সালের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোমরে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল নে়ইমারকে। তাঁকে ছাড়াই পরবর্তী ম্যাচে খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ গোলে ঘরের মাটিতে সর্বকালীন লজ্জাজনক হার দেখে নিয়েছে ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপে সার্বিয়ার ম্যাচে আঘাত ফের এনে দিল আশঙ্কা।