Wednesday, November 26, 2025
HomeSports NewsQatar WC: 'আমাজন ধংসকারী' বলসোনারোকে সমর্থন, ড্রেসিং রুম থেকে দেশে নেইমারের নামেই...

Qatar WC: ‘আমাজন ধংসকারী’ বলসোনারোকে সমর্থন, ড্রেসিং রুম থেকে দেশে নেইমারের নামেই ধিক্কার

ব্রাজিলে চলছে নেইমারের নিন্দা। আমাজন বনভূমি গোটা দুনিয়ার দুটি প্রাকৃতিক ফুসফুসের একটি।

সুজানা ইব্রাহিম মোহনা,দোহা: ব্রাজিল (Brazil) থেকে হঠাৎ এলো খবর, সেই খবরে চমকে গেলেন কাতারবাসী। খবরটা এমন, বিশ্ব ফুটবলের তারকা নেইমার (Neymar) প্রবলভাবে তাঁর দেশের বিদায়ী প্রেসিডেন্ট জইর বলসোনারোর (Bolsonaro) সমর্থক। কাতার বিশ্বকাপে (Qatar WC) নিজের করা প্রথম গোলটি তিনি বলসোনারোকে উপহার দিতে চান। ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বিশ্বের এক প্রাকৃতিক ফুসফুস আমাজন বনাঞ্চলকে (Amazon Rain Forest) ধংস করার অভিযোগ আছে। ফলে নেইমার প্রবলভাবে তাঁর দেশে নিন্দিত হতে শুরু করেছেন। একপ্রকার একঘরে!

Advertisements

   

ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলদাতা হিসেবে কিংবদন্তি পেলের পরেই নেইমারের স্থান। তবু তাঁকে নিয়েই শুরু হয়েছে চরম কটাক্ষ। চোটে কাবু নেইমার মহা বিপাকে।

Neymar2

সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমে পায়ের চোট নিয়ে কাবু নেইমার। যদিও পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন তিনি। তবে ব্রাজিল শিবিরের চিকিৎসকরা কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় নেইমারের দেওয়া ইতিবাচক বার্তার পর বিশ্বজুড়ে হই হই পড়েছে ‘নেইমার ফিরছেন’। এই খবরে আনন্দিত কাতারবাসী। তাঁরা এই ব্রাজিলিয়ান তারকার পায়ের জাদু দেখতে মুখিয়ে আছেন।

এদিকে নেইমার জড়িছেন প্রবল বিতর্কে। কারণ তিনি বিদায়ী প্রেসিডেন্ট জইর বলসোনারোর প্রবল সমর্থক। বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিলে প্রবল ক্ষোভের একটি হলো আমাজন বনাঞ্চলের জমি বহুজাতিক সংস্থাগুলির হাতে তুলে দেওয়া। বারবার আমাজনে দাবানল ছড়ানোর পিছনে এই সংস্থাগুলোকে দায়ি করেছেন গবেষকরা।

Advertisements

গবেষণায় উঠে এসেছে বলসোনারোর প্রতক্ষ্য মদতে আমাজন অরণ্যের বিপুল ক্ষতি হয়ে গেছে। আর নেইমার সরাসরি বলেছেন কাতার বিশ্বকাপে তিনি যে প্রথম গোলটি করবেন তা বলসোনারোকেই উপহার দেবেন।

Neymar's team

সদ্য শেষ হয়েছে ব্রাজিলের জাতীয় নির্বাচন। দক্ষিণপন্থী বলসোনারো হেরেছেন। ক্ষমতায় এসেছেন বামপন্থী লুলা। তিনি এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছিলেন। তাঁর সময়ে আমাজন বনাঞ্চল রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। লুলার জয়ের পর গবেষকরা তথ্য দিয়ে দাবি করেন এবার ফের আমাজন থেকে অক্সিজেন নির্গমণ বাড়তে চলেছে। কারণ আমাজন রক্ষায় লুলার ভূমিকা বিশ্বজুড়েও প্রসিদ্ধ।

আর খোলাখুলি বলসোনারোকে সমর্থন করে নেইমার নিজ দলের ড্রেসিংরুমেও কটাক্ষের শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। এতে তিনি মুষড়ে পড়ছেন। আর ব্রাজিলে চলছে নেইমার বিরোধী প্রচার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments