Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  এ উল্লাসের রঙ সবুজ-সাদা। পুরো আরব দুনিয়া আত্মহারা হয়ে গেছে। কাতার ও ইরানের পরাজয়ের পর (Qatar WC) বিশ্বকাপে এশিয়ার মান…

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  এ উল্লাসের রঙ সবুজ-সাদা। পুরো আরব দুনিয়া আত্মহারা হয়ে গেছে। কাতার ও ইরানের পরাজয়ের পর (Qatar WC) বিশ্বকাপে এশিয়ার মান রাখল  (Saudi Arabia) সৌদি আরব। রীতিমতো লড়ে সুকঠিন প্রতিপক্ষ দুবারের বিশ্বশ্রেষ্ঠ আর্জেন্টিনাকে (Argentina)  পরাজিত করেছে সৌদি আরব।

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

দুপুরে ম্যাচ শুরুর আগে লিখেছিলাম মেসি মেসি চিতকারে কাতারি, আরবি আর প্রবাসী বাঙালিরা মাতিয়ে দিয়েছেন। আর সন্ধের পর মারহাবা মারহাবা শব্দে পুরো কাতার মেতে গেছে। রাজধানী দোহার রাজপথে (Doha City) সৌদি আরব, কাতারের সমর্থকরা গলায় গলায় কোলাকুলি করছেন।

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

প্রতিবেশি দেশ সৌদি আরবের জনতা যেন জয়ের উন্মাদ হয়ে গেছেন। খবর পাচ্ছি, কুয়েত, বাহারিন, সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান, লেবানন জুড়ে শুরু হয়েছে উচ্ছাস।

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

অবিশ্বাস্য এক ম্যাচ। এক গোলে পিছিয়ে থেকে দু গোল করে জিতল সৌদি আরব। ম্যাচ শুরুর আগে একটি ঘটনায় সবার চোখ আটকে গেছিল। খোদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজেই সৌদি আরবের জাতীয় পতাকা গলায় জড়িয়ে নেন। মাঠে তখন সৌদি জাতীয় সঙ্গীত বাজছিল।

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

Advertisements

খেলার প্রথমার্ধে মেসির গোলের পর পুরো কাতার পাগল হয়ে যায়। মেসি মেসি চিতকারে সে এক পরিস্থিতি। এই মুহূর্তে যখন দোহা শহরটি সৌদি আরবের জয়ে উল্লসিত। তখন সোশ্যাল মিডিয়ায় দেখছি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক হতাশায় মুষড়ে পড়েছেন। ঢাকা ও কলকাতার দুটি ওয়েব সংবাদ প্রতিষ্ঠানে বিশ্বকাপের কিছু কথা লিখছি। কাতারে থাকার সুবাদে এটা বড় প্রাপ্তি।

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

তবে প্রাপ্তির নিরিখে একটা সোনালি ঝলক আসবে। বিশ্ব জানবে। কারণ, আর্জেন্টিনাকে পরাজিত করার পর সৌদি আরবের বাদশাহ সলমন বিন আবদুল আজিজ আল সৌদ কত সোনা উপহার দেবেন তাঁর দেশের নজিরগড়া ফুটবলারদের? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

একটু আগে রিয়াধে ফোন করলাম আমার পরিচিত একজনকে। সেও আর্জেন্টিনা ভক্ত। ফোনে জানাল, সৌদি আরবের রাজপথে এখন জনসমাগম। সৌদি বাদশাহ অত্যাশ্চর্য উপহার দেবেন বলে চলছে আলোচনা।