ISL: জামশেদপুর ম্যাচের আগে স্বস্তির খবর লাল-হলুদ ভক্তদের কাছে

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। লিগ টেবলে দু’দলই খাঁদের কিনারায়। তবে এই অস্বস্তির মাঝেও সুখবর এসেছে লাল…

Souvik Chakrabarti

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। লিগ টেবলে দু’দলই খাঁদের কিনারায়। তবে এই অস্বস্তির মাঝেও সুখবর এসেছে লাল হলুদ ভক্তদের কাছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী। খুশির খবর এটাই গত সোমবার সুস্থ হয়ে দলের প্র‍্যাকট্রিস সেশন জয়েন করেছেন সৌভিক। আড়াই সপ্তাহ ধরে খেলার বাইরে ছিলেন, তবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে আরও কিছু সময় লাগবে তার।

ইস্পাত নগরীতে উড়ে যাওয়ার আগে জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে লাল হলুদ শিবিরের খেলোয়াড়রা।লিগ টেবলের নিচের দিকে থাকা দলের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের,সঙ্গে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেরা মঞ্চ হতেই পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ।কিন্তু মঞ্চ পেলেই শুধু হবে না,গোল করতে হবে এবং গোল আটকাতে হবে।মনসংযোগে চিড় ধরলেই ম্যাচ হাতছাড়া হতে পারে।

কেননা, ইস্পাত এইডি বুথরয়েডের দল লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসির ঠিক নিচে রয়েছে।কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা আটে আর ইশান পণ্ডিতরা ন’য়ে। তাই ঋত্বিক দাস,ক্রিনোরা ঘরের মাঠে রেড এন্ড গোল্ড ব্রিগেডের বিরুদ্ধে একটা মারণ কামড় বসাবে।তাই রক্ষণ আটোসাটো করে গোলের লক্ষ্যে ঝাঁপাবে অঙ্কিত, মহেশরা।