শেষ বিশ্বকাপ (Qatar WC) খেলছেন (Messi) মেসি। আর্জেন্টিনা (Argentina) জাতীয় দলের হয়ে এবারেই তাঁর বিশ্বকাপ জয়ে শেষ সুযোগ। ১৯৮৬ সালের পর বারবার চমক দিলেও বিশ্বকাপ ঘরে আনতে পারেননি মারাদোনা। এবার তাঁর উত্তরসূরী বলে চিহ্নিত মেসির পক্ষে কঠিনতর লড়াই।
বিশ্বকাপের মরণ বাঁচন ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও পোল্যান্ড। শেষ ষোলোর টিকিট পাকা করতে হলে জয় ছাড়া গতি নেই টিম মেসি। পোলিশদের লক্ষ্য ড্র করে গড়গড়িয়ে পরবর্তী রাউন্ডে চলে যাওয়া।
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারার জের টেনে চলেছেন মেসি। তবে সর্বশেষ মেক্সিকোর বিরুদ্ধে জয় পেয়ে পরবর্তী নক আউট রাউন্ডের ম্যাচে খেলতে মরিয়া আর্জেন্টিনা। বিপরীতে পোল্যান্ড কঠিন প্রতিপক্ষ।
- হারলেই বিদায় নিশ্চিত আর্জেন্টিনার
- কঠিন পরিস্থিতিতে নামছেন মেসি
- শেষ ষোলোর টিকিট পেতে জয় ছাড়া গতি নেই
- ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত পোল্যান্ড
- প্রবল চাপের মুখে নীল সাদা দল
ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিৎ হয়ে যাবে পোল্যান্ডের।ড্র করলেই পোল্যান্ডের পথ খুলে গেল। পোল্যান্ড শিবিরও চনমনে।