স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত শুরু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর (pv sindhu)। ইন্দোনেশিয়ান ওপেন ২০২১’এ বিশ্ব র্যাঙ্কিং’এ ৩২ নম্বরের জাপানের আয়া ওহোরিকে 17-21, 21-17, 21-17’এ হারিয়ে প্রি কোয়ার্টারে এখন সিন্ধু।
দুইবারের অলিম্পিক পদক বিজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু বুধবার চলতি ইন্দোনেশিয়া ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন কোর্টে 70 মিনিটের খেলায় জাপানের আয়া ওহোরিকে পরাজিত করে।
GREAT START 💪
Reigning world champion @Pvsindhu1 moved into the pre quarters after an roaring victory over 🇯🇵's Aya Ohori 17-21, 21-17, 21-17 in the R32 at #IndonesiaOpen2021 💥
📸: Badminton Photo#IndiaontheRise#Badminton pic.twitter.com/ERpfqret7Y
— BAI Media (@BAI_Media) November 24, 2021
সিন্ধু প্রথম গেমে হেরে গিয়েছিলেন 17-21। কিন্তু পরের দুটি গেমে সিন্ধু বাউন্সব্যাক করেন, ফলাফল 21-17, 21-17। দুরন্ত কামব্যাকের জোরে ভারতীয় শাটলার পিভি সিন্ধু ম্যাচে জয়ী হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ইতিমধ্যেই ধ্রুব কপিলা এবং এন সিকি রেড্ডির মিক্সড ডাবলস জুটি 21-12, 21-7’এ জাপানি জুটি কিয়োহেই ইয়ামাশিতা এবং নারু শিনোয়ার কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে টুর্নামেন্টে সাই প্রণীথ বি ফ্রান্সের টোমা জুনিয়র পপোভের বিরুদ্ধে খেলবেন এবং কিদাম্বি শ্রীকান্ত এইচএস প্রণয়ের বিপক্ষে খেলবেন।