স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত শুরু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর (pv sindhu)। ইন্দোনেশিয়ান ওপেন ২০২১’এ বিশ্ব র্যাঙ্কিং’এ ৩২ নম্বরের জাপানের আয়া ওহোরিকে 17-21, 21-17, 21-17’এ হারিয়ে প্রি কোয়ার্টারে এখন সিন্ধু।
দুইবারের অলিম্পিক পদক বিজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু বুধবার চলতি ইন্দোনেশিয়া ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন কোর্টে 70 মিনিটের খেলায় জাপানের আয়া ওহোরিকে পরাজিত করে।
GREAT START 💪
Reigning world champion @Pvsindhu1 moved into the pre quarters after an roaring victory over 🇯🇵's Aya Ohori 17-21, 21-17, 21-17 in the R32 at #IndonesiaOpen2021 💥
📸: Badminton Photo#IndiaontheRise#Badminton pic.twitter.com/ERpfqret7Y
— BAI Media (@BAI_Media) November 24, 2021
সিন্ধু প্রথম গেমে হেরে গিয়েছিলেন 17-21। কিন্তু পরের দুটি গেমে সিন্ধু বাউন্সব্যাক করেন, ফলাফল 21-17, 21-17। দুরন্ত কামব্যাকের জোরে ভারতীয় শাটলার পিভি সিন্ধু ম্যাচে জয়ী হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ইতিমধ্যেই ধ্রুব কপিলা এবং এন সিকি রেড্ডির মিক্সড ডাবলস জুটি 21-12, 21-7’এ জাপানি জুটি কিয়োহেই ইয়ামাশিতা এবং নারু শিনোয়ার কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে টুর্নামেন্টে সাই প্রণীথ বি ফ্রান্সের টোমা জুনিয়র পপোভের বিরুদ্ধে খেলবেন এবং কিদাম্বি শ্রীকান্ত এইচএস প্রণয়ের বিপক্ষে খেলবেন।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
