সুপার কাপের টপ স্কোরারকে দলে নেওয়ার পথে ISL-এর নতুন ক্লাব

ইন্ডিয়ান সুপার লীগে (ISL ) চূড়ান্ত হয়েছে নতুন ক্লাব। আসন্ন মরসুমে ভারতের সর্বোচ্চ ফুটবল লীগে খেলবেন পাঞ্জাব এফসি। দেশের সেরা ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য শক্তপোক্ত দল গঠন করার ব্যাপারে যারপরনাই চেষ্টা চালাচ্ছে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট।

Wilmar Jordán Gil

ইন্ডিয়ান সুপার লীগে (ISL ) চূড়ান্ত হয়েছে নতুন ক্লাব। আসন্ন মরসুমে ভারতের সর্বোচ্চ ফুটবল লীগে খেলবে পাঞ্জাব এফসি। দেশের সেরা ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য শক্তপোক্ত দল গঠন করার ব্যাপারে যারপরনাই চেষ্টা চালাচ্ছে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে আক্রমণভাগে তারা সই করিয়ে নিতে পারে তারকা বিদেশি ফুটবলারকে।

গত মরসুমের আই লীগ চ্যাম্পিয়ন হয়েছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব। পরেই নাম পরিবর্তন করে হয় পাঞ্জাব এফসি। বুধবার ক্লাব এবং ইন্ডিয়ান সুপার লীগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে নিশ্চিত করা হয়েছে পাঞ্জাব এফসির ISL খেলার বিষয়টি। আপাতভাবে মনে হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগ খেলা অন্যান্য দলগুলোর তুলনায় পাঞ্জাব এফসির বাজেট কিছু কম।

   

তার মধ্যেও ISL-এ নব সংযোজিত ক্লাবটি ইতিমধ্যে যে স্কোয়াড গঠন করেছে তা রীতিমতো সমীহ জাগানোর মতো। একাধিক তরুণ এবং নামকরা ভারতীয় ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। কাজে লাগানো হয়েছে লোনে খেলোয়াড় নেওয়ার অপশন। স্কোয়াডে রয়েছেন হুয়ান মেরার মতো অভিজ্ঞ ফুটবলার। এবার আক্রমণভাগে ঝাঁঝ বাড়ানোর পথে ক্লাব।

ভারতীয় ফুটবল প্রেমীদের স্মৃতিতে এখনও হয়তো রয়েছেন Wilmar Jordán Gil। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলা কলম্বিয়ার স্ট্রাইকার সাড়া ফেলে দিয়েছিলেন ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে। ইন্ডিয়ান সুপার কাপ ২০২৩-এ জিতেছিলেন সব থেকে বেশি গোল করা ফুটবলারের সম্মান। বিশ্বের বহু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে জর্ডানের। এখন বয়স ৩২। ফিটনেস ধরে রাখতে পারলে আরো কয়েকটা বছর খেলে দিতে পারবেন। জানা গিয়েছে, পাঞ্জাব এফসি এবং Wilmar Jordán Gil এর মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। মৌখক আলোচনা বেশ ইতিবাচক বলে মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে চুক্তি পত্রে সই হওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন ফুটবল প্রেমীদের একাংশ।