মোহনবাগানকে সাফল্য এনে দেওয়া শঙ্করলাল Bengaluru ইউনাইটেডে

ফের বড় দায়িত্ব পেলেন শঙ্করলাল চক্রবর্তী (Shankarlal Chakraborty)। বেঙ্গালুরুর (Bengaluru) নামকরা দলের প্রধান কোচের ভূমিকায় নিয়োগ করা হয়েছে তাকে।

shankarlal chakraborty

ফের বড় দায়িত্ব পেলেন শঙ্করলাল চক্রবর্তী (Shankarlal Chakraborty)। বেঙ্গালুরুর (Bengaluru) নামকরা দলের প্রধান কোচের ভূমিকায় নিয়োগ করা হয়েছে তাকে। কলকাতার অন্যতম সেরা কোচ হিসেবে শঙ্করলাল চক্রবর্তীর নাম গণ্য করা হয়। মোহনবাগানে কোচিং করানোর পর ব্যপাকভাবে চলে এসেছিলেন প্রচারের আলোকে।

শঙ্করলাল চক্রবর্তীর প্রশিক্ষণে কলকাতা ফুটবল লীগ জয়ের স্মৃতি হয়তো মোহনবাগান সমর্থকরা কখনও ভুলতে পারবেন না। এরপর একাধিক ক্লাবের দায়িত্ব সামলেছেন কলকাতার এই কোচ। আই লীগের দলের দায়িত্ব পেয়েছেন। তিলোত্তমার একাধিক বেশ কয়েকটি নামী দলের হেড কোচ হয়েছেন শঙ্করলাল চক্রবর্তী।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী বেঙ্গালুরু ইউনাইটেডের প্রধান প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে শঙ্করলাল চক্রবর্তীকে। বেঙ্গালুরু ইউনাইটেড থেকে একাধিক তরুণ প্রতিভা উঠে এসেছে ভারতীয় ফুটবল সার্কিটে। স্পেনের অন্যতম নামকরা ক্লাব সেভিয়া এফসি গাঁটছড়া বেঁধেছিল বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে। এই ক্লাবে খেলেছেন লুকা ম্যাজসেনের মতো ফুটবলার। যিনি এখন আই লীগের একজন গোলমেশিন বলে পরিচিত।

আই লীগের ক্লাব সুদেভা দিল্লি ফুটবল ক্লাবের হয়ে প্রধান কোচ হিসেবে কাজ করেছেন শঙ্করলাল চক্রবর্তীকে। এক মরসুমের জন্য এই ক্লাবের কোচ ছিলেন তিনি। এবার যোগ দিলেন বেঙ্গালুরুর এই ক্লাবে। তৃণমূল স্তরের ফুটবলারদের সঙ্গে আরও বেশি করে কাজ করার সুযোগ পাবেন তিনি। বিগত কয়েক মরসুমে আই লীগের দ্বিতীয় ডিভিশনে সাড়া জাগিয়েও প্রত্যাশা মতো সাফল্য পায়নি ক্লাব। দ্বিতীয় ডিভিশন আই লীগে ২০১৯-২০ মরসুমে তৃতীয় স্থান অধিকার করেছিল বেঙ্গালুরু ইউনাইটেড।