Punjab FC: দলকে সেমিফাইনালে তুলে আত্মবিশ্বাসী শংকরলাল

সেমিফাইনালে পাঞ্জাব এফসি (Punjab FC)। দলের হেড কোচ বাংলার শংকরলাল চক্রবর্তী (Sankarlal Chakraborty)। সেমিফাইনাল নিশ্চিত করার পর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নিজের বক্তব্য। Advertisements RFDL…

Sankarlal Chakraborty

সেমিফাইনালে পাঞ্জাব এফসি (Punjab FC)। দলের হেড কোচ বাংলার শংকরলাল চক্রবর্তী (Sankarlal Chakraborty)। সেমিফাইনাল নিশ্চিত করার পর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নিজের বক্তব্য।

Advertisements

RFDL 2024-এর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাব এফসি। ক্লাবের জুনিয়র দলের কোচ শংকরলাল চক্রবর্তী। ক্লাবের অনুর্ধ্ব ২৩ দলের প্রধা প্রশিক্ষক তিনি। শুক্রবার আরএফডিএল-এ পাঞ্জাব এফসির ম্যাচ ছিল সুদেভা দিল্লি এফসির সঙ্গে।

   

এদিনের ম্যাচে অনায়াসে জিততে পারতো পাঞ্জাব এফসি। শেষ মুহুর্তের কিছু ভুলে পুরো পয়েন্ট আসেনি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। পুরো পয়েন্ট না পেলেও সেমিফাইনালে যাওয়ার টিকিট পেতে পাঞ্জাব এফসির কোনও অসুবিধা হয়নি। আঞ্চলিক পর্বের পর ন্যাশানাল গ্রুপ স্টেজেও নিজেদের আধিপত্য বজায় রাখতে পেরেছে পাঞ্জাব এফসি।

দুই দলই একে অন্যকে সাধ্যমতো লড়াই দেওয়ার চেষ্টা করেছে। প্রথমার্ধে দুই দলের কোনও পক্ষই গোল করতে পারেনি। বিরতির পর প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল পাঞ্জাব এফসি। দলের লেফট উইং দিয়ে দৌড়ে একক দক্ষতায় গোল করেছেন এগারো নম্বর জার্সিধারী মুহাম্মদ। ছেলেটির পায়ে যে কাজ রয়েছে সেটা এই গোল থেকে স্পষ্ট। বাঁ দিক থেকে দৌড় শুরু করে ডান দিকের গোলপোস্ট বরাবর লক্ষ্য করে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে। চেষ্টা করেও সুদেভা দিল্লির গোলরক্ষককে বলের নাগাল পাননি। ম্যাচের একেবারে শেষ দিকে বেশ কিছু সেট পিস পেয়ে গিয়েছিল সুদেভা। সেখান থেকে স্কোরলাইন হয় ১-১।

পাঞ্জাব এফসি দলের প্রশিক্ষক শংকরলাল চক্রবর্তী বলেছেন, “এই কম বয়সী ছেলেদের খেলা দেখে আমি খুবই গর্বিত। আরএফডিএল-এর এরকম কঠিন একটি পর্বে দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। মোহনবাগান, প্যাক্স, মুম্বই সিটি এফসি, সুদেভা দিল্লির মতো দলের বিরুদ্ধে খেলা সহজ ছিল না। এবার সেমিফাইনালের দিকে মনোনিবেশ করার সময় এসেছে।”