IOA’র প্রথম মহিলা সভাপতি হলেন অ্যাথলিট পিটি ঊষা

কিংবদন্তি ক্রীড়াবিদ পিটি ঊষা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি হতে চলেছেন। ১০ ডিসেম্বর IOA’র নির্বাচন, শীর্ষ পদের জন্য এবং ঊষা একমাত্র প্রার্থী। তিনিই হবেন IOAর…

কিংবদন্তি ক্রীড়াবিদ পিটি ঊষা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি হতে চলেছেন। ১০ ডিসেম্বর IOA’র নির্বাচন, শীর্ষ পদের জন্য এবং ঊষা একমাত্র প্রার্থী। তিনিই হবেন IOAর প্রথম মহিলা সভাপতি। ৫৮ বছর বয়সী ঊষা, একাধিক এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী, ১৯৮৪ এর অলিম্পিকে (লস অ্যাঞ্জেলেস) ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন ভারতীয় এই অ্যাথলিট।

গত রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।শেষ দিনে রীতিমতো চমক দিয়ে প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা নিজের মনোনয়ন পেশ করেন। ঊষার সঙ্গে দলের আরও ১৪ জন অন্যান্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছে।

IOAর নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার উমেশ সিনহা জানিয়েছেন ঊষা ছাড়া আর কেউ সভাপতি পদে মনোনয়ন জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি হিসেবে পিটি ঊষার নাম ঘোষণার পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে IOAর

জয়েন্ট সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।