East Bengal: লাল-হলুদ জার্সিতে অভিষেক হল এই তরুণ ফুটবলারের

gurnaj singh grewal

এবারের কলকাতা লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গল (East Bengal) দলের পক্ষে। প্রথম ম্যাচে রেনবো এফসির কাছে আটকে যেতে হয়েছিল কলকাতার এই প্রধানকে যে দেখে রীতিমতো হতাশ ছিল সকলেই। তবে সময়ের সাথে সাথে বদলেছে দলের পরিস্থিতি। পরবর্তীতে ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে বিএসএস ও ইস্টার্ন রেলওয়ের মতো দলকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে ওঠে লাল-হলুদের জুনিয়র দল।

বিশেষ করে গত ম্যাচে রেলওয়ে দলকে নিজেদের ঘরের মাঠে ৫ গোলে পরাজিত করার পর যথেষ্ট চনমনে ইস্টবেঙ্গল ফুটবল দল। সেই মনোভাব নিয়েই আজ ঘরের মাঠে ওয়ারী ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছে বিনো জর্জের ছেলেরা।

   

মূলত, নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় জয় তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য তাদের। সেইমতো নিজেদের দলের প্রথম একাদশ সাজিয়েছেন দলের কোচ। যেখানে গত ম্যাচের মতো এবার ও রয়েছেন দীপ সাহা, আমন সিকে, ও কুশ ছেত্রীর মতো ফুটবলাররা। তবে সেখানেই শেষ নয়, সদ্য জুনিয়র দল থেকে সিনিয়র দলে প্রোমোট হওয়া গোলরক্ষক আদিত্য পাত্র, ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণন ও সার্থক গোলুইয়ের মতো ফুটবলারকে ও দেখা গিয়েছে আজকের প্রথম একাদশে। এছাড়াও গত কয়েক ম্যাচ দাপিয়ে খেলা সেই অভিষেক কুঞ্জম ও শুভেন্দু মান্ডিকে আনা হয়েছে এই দলে।

তবে আজ ম্যাচের শুরু থেকেই সবার নজর রয়েছে নয়া প্রতিভাবান ফুটবলার গুরনাজ সিং গ্ৰওয়ালের দিকে। এবারের কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে কিছু সময় আগেই এই তরুণ তারকা ফুটবলারকে রেজিস্টার করিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ঠিক ছিল আজ ওয়ারী ম্যাচ থেকেই খেলবেন প্রথম একাদশে। যেমন ভাবনা তেমন কাজ। কোচের নির্দেশ অনুযায়ী লাল-হলুদের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন এই ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন