Prithvi Shaw: অবশেষে ইংরেজ দরবারে ভারতের ‘উপেক্ষিত’ তরুণ ‘প্রতিভা’

আইনি জট কাটিয়ে অবশেষে ইংল্যান্ড পৌঁছালেন পৃথ্বী শ। এর আগে পাসপোর্ট পেতে সমস্যা হওয়ায় ইংল্যান্ড যেতে দেরি হয় তাঁর। তবে ৪ আগস্ট অর্থাৎ শুক্রবার থেকে…

আইনি জট কাটিয়ে অবশেষে ইংল্যান্ড পৌঁছালেন পৃথ্বী শ। এর আগে পাসপোর্ট পেতে সমস্যা হওয়ায় ইংল্যান্ড যেতে দেরি হয় তাঁর। তবে ৪ আগস্ট অর্থাৎ শুক্রবার থেকে একদিনের ম্যাচ খেলে কাউন্টি যাত্রা শুরু করবেন তিনি। ভারতীয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেটের (বিসিসিআই) তরফ থেকে পুদুচেরিতে চলমান দেওধর ট্রফি আন্তঃ-জোনাল ওয়ানডে চ্যাম্পিয়নশিপ এড়িয়ে ইউকে যাওয়ার “এনওসি” পান শ। তফে, এনসিসিসি সূচিতে তাঁর ক্রমাগত অনুপস্থিতি বেশি কিছু বিভ্রান্তির জন্ম দেয়।

এনসিসিসিতে আদৌ খেলবেন কিনা, এই নিয়ে কোনো আগাম ঘোষণা করেননি পৃথ্বী। ফলে এক সময় এনসিসিসিতে তাঁর অংশগ্রহণ ছিল প্রশ্নের মুখে। তবে এখন, পৃথ্বীর আগমন নিশ্চিত করেছেন এনসিসিসির প্রধান, জানিয়েছিন কাউন্টি খেলতে প্রস্তুত পৃথ্বি।

এই মঙ্গলবার থেকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পঞ্চাশ ওভারের ঘরোয়া ম্যাচগুলি শুরু হবে। তবে এই শুক্রবার থেকে চেল্টেনহাম কলেজ, চেলটেনহ্যামে গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের প্রথম ম্যাচ খেলা হবে।

স্টিলব্যাকের দলে ডেভিড উইলি এবং অ্যান্ড্রু টাই-এর মতো শামিল হবেন শ। জন স্যাডলার কাউন্টির প্রধান কোচ। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, আরশদীপ সিং এবং নভদীপ সাইনির পরে এই মৌসুমে কাউন্টিতে আপ করা চতুর্থ ভারতীয় হিসেবে খেলবেন শ। লিসেস্টারশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েও, বিরতি নেওয়ার জন্য চুক্তি প্রত্যাহার করেন অজিঙ্ক্য রাহানে।