Hijazi Maher: মিটে গিয়েছে সমস্যা, শুক্রবারই শহরে আসছেন হিজাজি

Hijazi Maher

অবশেষে শহরে আসতে চলেছেন ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) তৃতীয় বিদেশি হিজাজি মাহের (Hijazi Maher)। বিশেষ সূত্র মারফত খবর, শুক্রবার সন্ধ্যায় কলকাতার বুকে পা রাখতে পারেন জর্ডানের এই ডিফেন্ডার। যা নিয়ে খুশি লাল-হলুদ সমর্থকরা। উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরেই ভিসা গত সমস্যা দেখা দিয়েছিল তাঁর। স্বাভাবিকভাবেই এই ফুটবলারকে উড়িয়ে আনা নিয়ে দেখা দিয়েছিল একাধিক জল্পনা।

Advertisements

বর্তমানে মিটে গিয়েছে সেই সমস্যা। এবার কলকাতায় আসছেন লাল-হলুদ সমর্থকদের প্রিয় তারকা। গতবছর আইএসএলের জন্য তাকে নিজে এনেছিলেন দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রথমদিকে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে নিজের জাত চিনিয়েছেন এই ফুটবলার। লাল-হলুদের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন হিজাজি মাহের। বলাবাহুল্য, তাঁর অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন অনায়াসেই কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল।

এমনকি ইন্ডিয়ান সুপার লিগে ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেক ক্ষেত্রে। তাই এই বিদেশি ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেয় ইমামি ম্যানেজমেন্ট। একটা সময় তাঁর কাছে সৌদির ক্লাবের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরনো দলেই থাকার সিদ্ধান্ত নেন হিজাজি মাহের। দলের এই ভরসাযোগ্য ফুটবলারের আসার অপেক্ষায় প্রহর গুনছে লাল-হলুদ জনতা।

Advertisements

উল্লেখ্য, গত ৩রা জুলাই থেকেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন করছেন ফুটবলাররা। যেখানে প্রথম থেকেই দেখা গিয়েছিল অধিনায়ক ক্লেটন সিলভার পাশাপাশি বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপোকে। কিছু ঘন্টা পরেই শহরে আসছেন তৃতীয় বিদেশি। তারপরেই যোগ দিতে পারেন দলের সঙ্গে।