Hugo Boumous: মোহনবাগান নিয়ে আবেগঘন পোস্ট বুমোসের, কী বললেন?

বিগত কয়েক মরসুম ধরেই মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন হুগো বুমোস (Hugo Boumous)। তাঁর উপস্থিতিতে বদলে গিয়েছিল বহু ম্যাচের পরিস্থিতি। দলের…

Hugo Boumous Shares Emotional Post About Mohun Bagan

বিগত কয়েক মরসুম ধরেই মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন হুগো বুমোস (Hugo Boumous)। তাঁর উপস্থিতিতে বদলে গিয়েছিল বহু ম্যাচের পরিস্থিতি। দলের আইএসএল জয় করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী ছিলেন এই মরোক্কান ফুটবলার। ‌ কিন্তু ফেরেন্দো জামানার অবসান ঘটার পর থেকেই প্রশ্নের মুখে পড়ে যায় এই ফুটবলারের ভবিষ্যত। শেষ পর্যন্ত গত ইন্ডিয়ান সুপার লিগ থেকে আনরেজিস্টার করিয়ে নেওয়া হয় বুমোসকে।

স্বাভাবিকভাবেই নতুন মরশুমে তিনি যে আর দলে থাকবেন না সেকথা পরিষ্কার হয়ে গিয়েছিল সকলের কাছে। কিন্তু কোথায় যাবেন এই ফুটবলার? সেই নিয়ে একটা সময় দেখা দিয়েছিল বহু বিতর্ক। তাকে নিয়ে আগ্রহ দেখাতে থাকে একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত এগিয়ে থাকে সার্জিও লোবেরার ওডিশা এফসি। সব ঠিক ঠাক এগোলে আসন্ন ফুটবল সিজনে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে বুমোসকে।

   

কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল সাইট থেকে মোহনবাগান নিয়ে আবেগঘন পোস্ট করলেন এই মরোক্কান তারকা। যেখানে সবুজ-মেরুন জার্সিতে দেখা যায় এই ফুটবলারকে। সেই সাথে তিনি লেখেন, ‘সমস্ত কিছুর জন্য মেরিনার্সদের ধন্যবাদ। এবার বিদায় নেওয়ার সময় এসেছে। মোহনবাগান সমর্থকরা সর্বদা আমার হৃদয়ে থাকবে।’ সহজেই এটি মন জয় করেছে বাগান সমর্থকদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Adnan Hugo Boumous (@hugoadnan)

উল্লেখ্য, শেষ আইএসএল মরশুমে টুর্নামেন্টের শিল্ড জিতেছে এই ফুটবল ক্লাব। যারফলে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। দেশীয় টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টে ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে বাগান ব্রিগেডের।