IND vs WI 3rd T20I: আজকের ম্যাচে কেমন হতে পারে প্রথম একাদশ?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটিতে হেরেছে ভারত। সিরিজে অঁইকে থাকতে হলে তৃতীয় ম্যাচটি জিততেই হবে হার্দিক পান্ড্যদের। আজ মঙ্গলবার, ৮ আগস্ট গায়ানা জর্জটাউনের জাতীয় স্টেডিয়ামে খেলা হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের এই তৃতীয় টি-২০ ম্যাচটি। এই ম্যাচে জিততে হবে শুরুতে প্রথম একাদশও সঠিক বাছতে হবে দলকে। এবং আসতে পারে কিছু পরিবর্তন।

Advertisements

ইশান কিশান শুরুতে ভালো করলেও শুভমন গিলের ব্যাটে রান নেই। আজ হয়তে গিলের জায়গায় যশশ্বী জয়সওয়ালকে খেলাতে পারে দল। বিশেষত, টেস্ট সিরিজে অত ভালো খেলার পর এইভাবে তাঁকে উপেক্ষা করাও তো যায় না সূর্য কুমার যাদবের যাদবকে বসাবে না দল। তিন নম্বরে তিনি থাকছেন। তবে টি-২০ ক্রিকেটের ময়দানে সূর্য-র ব্যাট যে কবে চলবে, সেই অপেক্ষাতে থাকতে দল এমনিও ভালোবাসে।

চার নম্বরে তিলক থাকবেন। দুটি টি-২০তেই কম বেশি যাই করুন, তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ছন্দে না থাকলেও পাঁচে সঞ্জু স্যামসনেই স্থির থাকবে ভারত। এরপর অধিনায়ক হার্দিক পান্ড্য এব পরে ষ্পিনার অল রাউন্ডার অক্ষর পটেলও থাকবেন বলে আশা করা যায়।

Advertisements

দলে সদ্য অভিষিক্ত হওয়া মুকেশ কুমার খুব বিশেষ ছাপ রাখতে পারেননি। ফলে আজ বেঞ্চে বসতে পারেন তিনি। মাঠে নামতে পারেন উমরন মালিক। এছাড়া দলে অর্শদীপ সিংহ থাকছেন পেস বোলিং বিভাগে। স্পিন বোলিংয়ে যুগবেন্দ্র চাহালের পাশাপাশি থাকতে পারেন রবি বিষ্ণই।

ভারতের সম্ভাব্য একাদশ: যশশ্বী জয়সওয়াল, ইশান কিশান (উইকেটকিপার), সূর্য কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ড্য (অধিনায়ক), অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণই, উমরন মালিক, যুগবেন্দ্র চাহাল।