গৌতম গম্ভীর বলেছেন, পৃথ্বী শ (Prithwi Shaw) ভারতীয় দলে কেন সুযোগ পাচ্ছে না আমি বুঝতে পারছি না, সে পরিশ্রম করছে তার মতো প্রতিভাবান খেলোয়াড় ভারতীয় দলে খুব প্রয়োজন। আর তারপরেই দুরন্ত ইনিংস খেললেন পৃথ্বী শ।
Advertisements
রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ৩৭৯ রানের ম্যারাথন ইনিংস খেলে আউট হন তিনি। করেন ৩৭৯(৩৮৩) বলে। চার- ৪৯, ছয়- ৪। স্ট্রাইক রেট- ৯৮.৯৬।রঞ্জি ট্রফির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর! মুম্বাইয়ের হয়েও এটাই তার সর্বোচ্চ স্কোর।
Advertisements
সঞ্জয় মঞ্জরেকরকে সরিয়ে রঞ্জি ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন পৃথ্বী শ’য়ের দখলে। এটা এর আগে ছিল ৩৭৭, যা করেছিলেন পৃথ্বী। প্রথম খেলোয়াড় হিসেবে পৃথ্বী শ রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি,। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেঞ্চুরি করে রেকর্ড গড়ল।


